Ticker

6/recent/ticker-posts

Dhoa Lyrics By Aftermath

Dhoa(ধোঁয়া) By Aftermath


Song: Dhoa
Band: Aftermath
Lyrics: Navid
🤘p.l. z. [ক্লি | ক,} o. n. e. (a.) (d). ($).
Dhoa Lyrics:

মাথার ভেতর ধোঁয়া, দেখে শুধু তোমাারই ছায়া

আমি আছি কি নেই তোমার মাঝে জানিনা, এ এক কোন কোন মায়া

মরে মরে বেঁচে থাকো, তুমি মোর অস্তিত্বের পোকা

কোন এক সকালে জানি হারিয়ে যাবো, দিয়ে তোমাদের ধোঁকা


ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে

তোমার প্রিয় গান গুলো আজও শুনি মাঝে মাঝে

ধোয়াই স্বপ্ন গড়ে স্পর্শ ভাঙ্গে

ধোঁয়াই মোর দুঃখগুলো আড়মোরে রাঙে


আমার ঘরে অন্ধকার, সুবাসে ভরানু চিৎকার

ধোঁয়ায় হারানো আমি বল কি করে আজ শিখব ভুল স্বীকার

পথ হারা এলোমেলো ভাবনা, সাদাকালো তোমার আলপনা

দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি মিথ্যে আমার চেতনা


চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে

ধোঁয়ায় ছাড়া স্বপ্ন গুলো মেঘ হয়ে ভাসে

পৃথিবীর সব আলো এক সুরে মিশে

লাল নীল সাদা রঙে আগুন জ্বালে


শীর্ষ অনুভূতির ঘোর ভর করে

ক্ষণস্থায়ী তন্দ্রার শিখ-

-রে অবিরাম ভাবনার ঝংকার

চেতনায় বেদনার অধরা দৈর্ঘ 

অসম অনুকরণীয়

আবেগের মোহনায় না বলা গল্প

অর্থহীন কিন্তু স্মরণীয়

কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশ

চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে


দূরে.... নীড়ে.... ভিড়ে.... ধীরে

অপ্রকাশিত সৃষ্টি পুষে শেওলা মরীচিকা সাগরে

স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়

বিস্ফোরিত চেপে থাকা জেদ হবেকি রংধনু জোনাকি?

অর্থহীন কিন্তু স্মরণীয়

Uthshorgo Lyrics By Aftermath 

Ellie Goulding - Love Me Like You Do Lyrics



Post a Comment

0 Comments