Ki Khobor Lyrics (কী খবর) - Full Song Lyrics- Swastik Sanket - NusratJ -GauravC - SomlataAC - DevA -Savvy
Ki Khobor Lyrics Swastik Sanket | Dev Arijit & Somlata Acharyya Chowdhury | Nusrat Jahan |
Ki Khobor Lyrics is a romantic song from the movie Swastik Sanket. Ki Khobor Lyrics the song is written by Ritam Sen. Dev Arijit is seen designing Vocal in this song Ki Khobor Lyrics and the music composition of the song is Savvy. Ki Khobor Lyrics the song is sung by Dev Arijit and Somlata Acharyya Chowdhury. Keep listening to this romantic song Ki Khobor Lyrics and share it with others.
Ki Khobor Lyrics Swastik Sanket Song Credits
Singer: Dev Arijit & Somlata Acharyya Chowdhury
Music: Savvy
Lyrics: Ritam Sen
Programmed arrangement and guitars: Kuntal De
Mixed and mastered: Subhadeep Mitra
Vocal Design: Dev Arijit
Ki Khobor Lyrics Dev Arijit & Somlata
সব মনে পড়ে বেখেয়ালী হাওয়া দিলে
খুব কাছাকাছি ছিলে তবু দূরে ছিলে
সব মনে পড়ে বেখেয়ালী হাওয়া দিলে
খুব কাছাকাছি ছিলে তবু দূরে ছিলে
পিছুটানে কিছুটা কি ফেরা যায়
কেন তোমার নেই কিছু মনে রাখার দায়
কি খবর বলো কি খবর দেখিনি কতোদিন তোমায়
কি খবর বলো কি খবর এভাবে কি থাকা যায়
কি খবর বলো কি খবর দেখিনি কতোদিন তোমায়
কি খবর বলো কি খবর এভাবে কি থাকা যায়
বিকেলেরা মায়া ঘেরা পাখিদের ঘরে ফেরা
নিয়ে আসে ভুলে যাওয়া দিন
শুধু ভালোবেসে গেছি চুপি চুপি ডুবে গেছি
আমি তুমি অতলে গহীন
বিকেলেরা মায়া ঘেরা পাখিদের ঘরে ফেরা
নিয়ে আসে ভুলে যাওয়া দিন
শুধু ভালোবেসে গেছি চুপি চুপি ডুবে গেছি
আমি তুমি অতলে গহীন
বারো মাসই পাশাপাশি হাঁটা যাক
আজ থেকে ফের চলো একসাথে থাকা যাক
কি খবর, বলো কি খবর দেখিনি কতোদিন তোমায়
কি খবর বলো কি খবর এভাবে কি থাকা যায়
কি খবর বলো কি খবর কতোদিন পর দেখা হলো
কি খবর বলো কি খবর বলা যাক জমা কথাগুলো
Ki Khobor Song Lyrics Swastik Sanket
If you remember everything, if you give careless air
It was very close but still far away
Something can go backwards
Why don't you have a responsibility to remember something
Tell me what news, what news can stay like this
Please tell, whats the story of them big puppys .....
Tell me what news, what news can stay like this
Afternoon return to the bird house surrounded by Maya
Brings forgotten days
I just fell in love and quietly drowned
I am deep in you
Let's walk side by side for twelve months
Let's stay together again from today
Tell me what news, how long after the news was seen
Tell the news, let's tell the news
0 Comments