Ki Kori Lyrics Taan - Siam - Bubly - Imran - Kona - Raihan Rafi - Chorki Original Film
Ki Kori Lyrics Taan - Imran - Kona |
Ki Kori Lyrics Taan - Imran - Kona
এই তো সেই সময় যখন হঠাৎ
চাওয়া আর পাওয়া মিলে এক বিন্দুতে
কেউ আর পারবে না আমাদের ছুঁতে
পিছুটান ভুলে আমরা এক সিন্দুতে
কি করে তোমাকে নিয়ে বলোনা কি করি
কি করি কি যে করি
কিকরি তোমাকে নিয়ে বলোনা কি যে করি
আরও কাছে আরও কাছে
আরও কাছে আরও কাছে রাখো আমায় আরো কাছে
জীবন জীবনে ভাসি তোমার জাদুতে
চাই এসে রোদ মাখা আকাশকে ছুঁতে
হাত বাড়ালেই পারি দীঘল বৃক্ষ সারি
তোমার জোছনা মেখে ঘুরে ঘুরে মরি
ঘুরে মরি
কি করে তোমাকে নিয়ে বলোনা কি করি
কি করি কি যে করি
কিকরি তোমাকে নিয়ে বলোনা কি যে করি
আরও কাছে আরও কাছে
আরও কাছে আরও কাছে রাখো আমায় আরো কাছে
সারাটি জীবন ধরে আমি যে
থাকতে চাই তোমাকে ধরে
তোমাতেই বুক ভরে তোমার আদরে
ঘুম মাখা রাতে আর চোখ মেলা ভোরে
কি করে তোমাকে নিয়ে বলোনা কি করি
কি করি কি যে করি
কিকরি তোমাকে নিয়ে বলোনা কি যে করি
Ki Kori Lyrics Taan - Imran - Kona (English Version)
This is the time when all of a sudden
Wanted and received at the same point
No one will be able to touch us anymore
Forgetting to retreat, we are in one box
Don't tell me what to do
I do what I do
Kikri, don't tell me what to do
Closer and closer
Keep me closer and closer
Life floats in your magic
I want to come and touch the sunny sky
I can raise a long row of trees
Turn around and die with your jochana mekhe
Turn around and die
Don't tell me what to do
I do what I do
Kikri, don't tell me what to do
Closer and closer
Keep me closer and closer
I have been doing that all my life
I want to hold you
Your heart is full of your caress
Sleepy night and eye-catching morning
Don't tell me what to do
I do what I do
Kikri, don't tell me what to do
0 Comments