Mohanogor Lyrics Warfaze - Oshamajik
Mohanogor Lyrics Warfaze |
Song : Mohanogor (মহানগর)
Vocal : Sunjoy Kamran
Band : Warfaze
Lyric & Tune : Ibrahim Ahmed Kamal
Music : Warfaze
Drums : Sheikh Monirul Alam Tipu
Keyboards : Fuad Ibne Rabbi
Bass Guitar : Khaled Sumon
Guitar Solo : Ibrahim Ahmed Kamal
Guitar : Iqbal Asif Jewel
Album : Oshamajik
Language : Bangla
Label : G Series
Mohanogor Lyrics Warfaze
কোন দিন সব ঘোর ভেঙ্গে দিয়ে
দেখবে এই নগর প্রতিমা
যেন হয়ে গেছে ধুলিময় প্রান্তর
হারিয়ে গেছে কত শতাব্দীর মহিমা
জীবনের গতি কত মন্থর
জীবনের গতি কত মন্থর
কোন দিন এই প্রাণহীন লোকালয়ে
থাকবেনা আর উগ্র কোলাহল
শুনে দেখো ভেঙ্গে পড়া দেয়াল
ফিরিয়ে দেয় কত মানুষের হাহাকার
জীবনের গতি কত মন্থর
জীবনের গতি কত মন্থর
সেই দিন নিজ হাতে
ভেঙ্গে দিয়ে সব জীবনেরই স্বপ্নগুলোকে
ছেড়ে ছিলাম মোর গাঁ
ভেবেছি যে বদলে যাবে
ঋণ-ভারে নত, পরাজিত সেই
জীবন নামের জুয়া খেলাতে যে
প্রতিদিন এই মিথ্যের ইতিহাসে
হারিয়ে যায় কত জীবনের সংগ্রাম
পড়ে থাকে প্রানহীন দেহগুলি
মুছে দেয় বৃষ্টি কত জীবনের স্বপ্ন
জীবনের গতি কত মন্থর
জীবনের গতি কত মন্থর
কোন দিন এই নিষ্ঠুর প্রহসনে
হয়ে যাবে ধ্বংস অশান্তির নীলাকাশ
বেচে থাকে ছিটেফোটা স্মৃতিগুলো
থেকে যাবে শুধু এই করুন উপহাস
জীবনের গতি কত মন্থর
জীবনের গতি কত মন্থর
Mohanogor Lyrics Warfaze (English Version)
By breaking all the gloom one day
You will see this city idol
As if it has become a dusty desert
How many centuries of glory have been lost
How slow the pace of life
How slow the pace of life
Someday in this lifeless locality
There will be no more fierce noise
Listen and see the broken walls
Gives back the cries of so many people
How slow the pace of life
How slow the pace of life
That day with your own hands
Breaking the dreams of all life
I left my village
I thought that would change
Debt-ridden, defeated
That in the name of life gambling
Every day in the history of this lie
How many life struggles are lost
There are lifeless bodies lying
Rain erases the dream of many lives
How slow the pace of life
How slow the pace of life
One day in this cruel farce
Destruction will become the blue sky of unrest
Scattered memories survive
This will only be ridiculed
How slow the pace of life
How slow the pace of life
0 Comments