Ticker

6/recent/ticker-posts

Raater Train Lyrics Aurthohin

 Raater Train Lyrics Aurthohin - Original Track

Raater Train Lyrics Aurthohin
Raater Train Lyrics Aurthohin

Song : Raater Train (রাতের ট্রেন)
Band : Aurthohin
Composition : Aurthohin
Vocals and Guitars : Russell
Guitars : Piklu
Bass Guitar : Sumon
Drums : Shuvo
Album : Biborton
Label : G Series

Raater Train Lyrics Aurthohin

নিবিড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
নিবিড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কালো সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি
ওই বহু দূরে
নিবিড় অজানায় ছুটে ছুটে
যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কালো সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি
ওই বহু দূরে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহু দূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়
বৃষ্টি ছুঁয়ে যায় 
কোনো দূর মেঠো পথে
স্তব্ধ ওই সীমানায়
বৃষ্টির শব্দ এসে
আমার এই মনটাকে
বিক্ষুব্ধ করে দায় এই রাতে
জানালায় অথৈ বাতাস
ছুঁয়ে যায় আজ আমাকে
অস্থির মন তাই আজ আমার
ঘর ছাড়া এই জীবনটাকে
নিয়ে চলেছি বহুদূর
জানিনা কোথায় থমকে যাবে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরই শহর
আরো দূর বহু দূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড় 

Raater Train Lyrics Aurthohin (English Version)


Intense unknown running
The train ran that night
Intense unknown running
The train ran that night
It is surrounded by mountains
Black follows that path
I open the window of memory
That is far away
Intense unknown running
The train left that night
It is surrounded by mountains
Black follows that path
I open the window of memory
That is far away
The night train ran away
My happy city is gone
You have to go farther and farther
Hurricane blows in the middle of life
The rain touches
In a far sweet way
Stop at that border
The sound of rain came
This is my mind
Responsibility tonight
The wind is blowing in the window
Touches me today
The restless mind is mine today
This life without a home
I have gone far
I don't know where to stop
The night train ran away
The city of my happiness passes away
You have to go farther and farther
Hurricane blows in the middle of life

Post a Comment

0 Comments