Tukro Tukro Kore Dekho Lyrics - Beyain I Love You Natok Song
![]() |
Tukro Tukro Kore Dekho Lyrics - Beyain I Love You Natok Song |
Tukro Tukro Kore Dekho Lyrics
টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর
পলকে পলকে তুমি অন্তরের ভেতর
টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর
পলকে পলকে তুমি অন্তরের ভেতর
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর
পলকে পলকে তুমি অন্তরের ভেতর
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
ঝড়ের মত আসবে ছুটে দেখতে তোমার মুখ
তুমি চাইলে দুঃখ হবো, হবো তোমার সুখ
পাওয়ার মতো চাইছে পেতে অল্প করে নয়
দেবো একটু একটু করে তোমাকে হৃদয়
তুমি যেন সাজানো পুতুল
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
Bangla New Eid ul-Fitr Drama - Beyain I Love You | বেয়াইন আই লাভ ইউ | Eid Natok 2022 | Tawsif | Tanjin Tisha | Bangla Natok 2022
Story, Screenplay & Direction: Mehedi Hasan Hridoy
Producer: Md Sumon Howlader
Cast: Tawsif Mahbub, Tanjin Tisha, Sagor Hooda, & Many More
DOP: Aditto Monir
Edit & Colour: Arefin Sarkar
Music: Avraal Sahir
Photography: Akib Rahman
Poster Design: Jawad
Assistant Director: Naim Hossain
Label: DURBIN FILMS
Production: Red Light Films
Song Credit:
Song: Tukro Tukro Kore Dekho
Cast: Shakib Khan & Apu Biswas
Singer: S. I. Tutul & Mimi Naznin
Lyricist: Kabir Bakul
Composer: Shoquat Ali Imon
Movie: Bolona Kobul
Director: Shahdat Hossain Liton
Producer: Shafiqul Islam
Production: Bandhan Banichitra
Language: Bangla
Label: Anupam Recording Media
0 Comments