Amader Thikana Lyrics By Veins-Bangla Song Lyrics
Song: Amader Thikana
Band: Veins
Vocal: Afridi Hasan Rafi
Guitar: Riad Rudro
Guitar: Dx Farhad
Bass: Sajid Al Sami Shopnil
Drums: Rupok Chakroborty
Amader Thikana Lyrics :
এপারে বসে আমি
একা একা
ভাবছি তোমায়
মনের অজানায়
ওপারে বসে তুমি
তাকিয়ে ওই দূরে
ভাবছ কি
এই আমায়
তোমার আমার দূরত্বটা
মুছে যাবে কি এ সময়
ফিরে আসবে কি সে মুহূর্তটা
যেখানে আমাদের ঠিকানা
যেখানে আমাদের ঠিকানা
মনে কি পড়ে
ফেলে আসা দিন গুলি
যেখানে তুমি আমি
আমাদের পৃথিবী
যেখানে রোদ্দুরে
হেঁটেছি দুজনে
যেখানে বৃষ্টিতে
ভিজেছি একসাথে।।
তোমার আমার দূরত্বটা
মুছে যাবে কি এ সময়
ফিরে আসবে কি সে মুহূর্তটা
যেখানে আমাদের ঠিকানা
যেখানে আমাদের ঠিকানা।
0 Comments