Jodi(যদি) Lyrics By ViKiNG
![]() |
Jodi Lyrics ViKiNG |
Jodi Lyrics:
এবার যদি দেখা হয়,
জানি রাতজাগা চোখ লুকোবে...
আবার যদি হাঁটা হয়,
তুমি কি আঙ্গুল-আঙ্গুল ছোঁয়াবে ?
যদি জমে জল,
দুচোখ মুছে বল,"এতদিন কেমন ছিলে ?"
এবার যদি দেখা হয়,
জানি কথা এ পথ হারাবে...
আবার যদি বাসা হয়,
ভালোটা তুমিই নাহয় জোড়ালে !
যদি মনে হয়,
এভাবে শেষ নয়...
বলোনা কিভাবে ছিলে ?
একবার যদি দাঁড়াতে,
বাড়াতো পা তোমায় থামাতে !
একবার যদি মানাতে,
আমিও থেমে যেতাম
নীরবে...
আবার যদি দেখা হয়...
স্মৃতিকাটা ঘরে আজ
যত ধূলোয় মিশে,
কতবার..কতবার !
আমি তোমাকে ছুঁই...
জমে-পুড়ে-ছিঁড়ে আজ
শত বিষাদ শেষে,
কারণে-অকারণে আমি
তোমারই রই !
যদি জমে জল,
দুচোখ মুছে বল,"কিভাবে এভাবে ছিলে ?"
একবার যদি দাঁড়াতে,
বাড়াতো পা তোমায় থামাতে !
একবার যদি মানাতে,
আমিও থেমে যেতাম...
একবার যদি দাঁড়াতে,
বাড়াতো পা তোমায় থামাতে !
একবার যদি মানাতে,
আমিও থেমে যেতাম নীরবে...
ভালোবাসি যারে........
Jodi Lyrics:
Abar jodi dekha hoy
Jani ratjaga chuk lukobe
Abar jodi hata hoy
Tmi ki agul agul guyabe
Jodi jome jol
Ducukh muche bol, atodin kemon chile
Abar jodi dekh hoy
jani kotha a poth harabe
Abar jodi basa hoy
Valota tumiei nahoy jurale
Jodi mone hoy
avabe shes noy
bolona kivabe chile
0 Comments