Ticker

6/recent/ticker-posts

Bachelor Lyrics By Tabib Mahmud-Bangla Song Lyrics

 Bachelor Lyrics By Tabib Mahmud-Bangla Song Lyrics


Bachelor Bangla Rap Song


Artist : Tabib Mahmud

Lyrics : Tabib Mahmud

Studio : LMG Beats

Music Composer

Subhra Raha

Bachelor lyrics by Tabib :

ছেড়েছি 

পরিবার ছেড়েছি ভাই বোন এসেছি 

ফেলে গ্রামে মা বাবা প্রিয় জন

প্রয়োজনে জীবনের সফলতা কুড়াতে

দেহঘাম ঝড়াতে নিজ পায়ে দাড়াতে

রাজধানী ঢাকায় আমি ডানাকাটা জিন

প্রিতিদিন পার করি সংগ্রামী দিন আমি 

ঠিকানা বিহীন এক যাযাবর

বিছানা বিহীন এক ব্যাচেলর



হ্যালো

জি বলন

টু লেট দেখে ফোন দিলাম। কত স্কয়ার ফিট বাসা?

১৭৫০।

আচ্ছা ভাড়া কেমন

৪৫০০০

আপনারা কি ব্যাচেলর দিবেন?

ধুর মিয়া! ফ্ল্যাট বাসায় ব্যাচেলর কেনো  দিবো?


ব্যাচেলর দূরে যাও চারিদিকে বদনাম

সমাজের সাথে হয় প্রতিদিন সংগ্রাম

মাথার উপর ছাদ নাই

পায়ের তলায় মাটি নাই

রাজধানী ঢাকার আমি সবখানে ঘুরলাম


ফ্ল্যাট মালিকেরা কেউ দিবে না বাসা ভাড়া

দিলে নাকি ইজ্জত রবে না রবে না 

এই সমাজের কোন ফ্ল্যাট ইজ্জত আছে বল

একটা বৃদ্ধ দেখা ছিলো না যে ব্যাচেলর 


ছাত্র সমাজ তারা ব্যাচেলর যারা 

স্বপ্ন খুজে তারা ব্যাচেলর যারা

সম্ভাবনার সব প্রতিচ্ছবি তারা

আগামীর মখমল পৃথিবী কেনো


হ্যালো আংকেল, আমি ব্যাচেলর 

বাড়ি ভাড়া চাই, বাড়ি ভাড়া না দেয়ার

অপশন নাই, আমি আগামীর এখন 

সমাজের বুকে আমি নদীর মতন




দেখ দেখ দেখ দেখ

কাহিনীটা দেখ দেখ ব্যাচেলর সিনপাটে

আজকের সংবাদে শিরোনাম নাই নাই

থাকার জায়গা নাই নাই ঘরে বউ তাই আমি

ফুটপাতে প্রতি রাতে মশারী টানাই আমি


ব্যাচেলর যাযাবর ছাইড়া আসছি বাড়িঘর

এখন থাকি রাস্তা ঘাটে থাকতাম আগে আদাবর

দরদ দিয়া হ্রদয় দিতা চিঠি লিখলাম বরাবর 

শহরের সব ভালোবাসা পায় যেনো ব্যাচেলর








Post a Comment

0 Comments