Bohu Juger Opar Hotey Lyrics By Ustad Rashid Khan & Babul Supriyo - Bangla Song Lyrics
Audio :
Conceived and designed by Babul Supriyo
Associate Music Producer Indraadip Dasgupta
Sung by Ustad Rashid Khan & 'Babul Supriyo
Musicians:
Keys: Shamik Chakraborty
Drums & Beatbox- Sambit Chatterjee
Guitars - Aditya Shankar
Additional Guitars: Aakash Maheshwari
Bass- Mainak Nag Chowdury
Recording Engineer - Amit Chatterjee
Mixed & Mastered by Shadab Rayeen at New Edge, Mumbai
Bohu Juger Opar Hotey Lyrics :
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো
এলো আমার মনে,
কোন সে কবির ছন্দ বাজে
ঝরোঝরো বরিসনে
বহু যুগেরওপার হতে আষাঢ় এলো
যে মিলনের মালা গুলি
ধুলায় মিশে হলো ধুলি
গন্ধ তারই ভেসে আসে
গন্ধ তারই ভেসে আসে
আজি সজলো সমীরণে
ঝরোঝরো বরিসনে
বহু যুগেরওপার হতে আষাঢ় এলো
সেদিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে
এমনি বারি ঝরেছিল শ্যামলো শৈলশিরে
মালবিকা অনিমেখে চেয়েছিল পথের দিকে
সেই চাহনি এল ভেসে
সেই চাহনি এল ভেসে
কালো মেঘের ছায়ার সনে
ঝরোঝরো বরিসনে
বহু যুগেরওপার হতে আষাঢ় এলো
বহু যুগেরওপার হতে আষাঢ
0 Comments