Ticker

6/recent/ticker-posts

Bole Dao Lyrics By The Rehman Duo-Bangla Song Lyrics

Bole Dao( বলে দাও ) Lyrics By The Rehman Duo-Bangla Song Lyrics 



Song: Bole Dao

Band: The Rehman Duo 

Lyrics: Ruslan Rehman 

Cinematography : Cowboy Leen 

🤘p.l. z. [ক্লি | ক,} o. n. e. (a.) (d). ($).

Bole Dao Lyrics:

তোমার কথা কম শুনি আমি 

জোসনা তারায় ভুল গুনি 

সেই রাতের কথায় বানভাসি 

কোন চাঁদ । 


তোমার কাছে এই আছি 

আমি ইচ্ছে স্বাধীন মৌমাছি  

তবু তোমার শরীর  

আমার মরন ফাদ । 


আজ কিচ্ছু বলার নেই 

বলে দাও খুব সহজেই 

বলে দাও খুব করে আজ 

ভালোবাসি । 


যেমন করে দিচ্ছে টান 

এই নাটাই সুতোর ইন্দ্রযান 

আর সময় সেতো আগলে রাখা ঘর। 


আমার ভিতর পাগলামি 

আর ভালোথাকায় আলসেমি 

তুমি জাহাজ হৃদয় আমি সওদাগর। 


আর কিচ্ছু বোঝার নেই 

বুঝে নাও খুব সহজেই 

বুঝে নাও খুব করে আজ 

ভালোবাসি।


আজ কিচ্ছু বলার নেই 

বলে দাও খুব সহজেই 

বলে দাও খুব করে আজ 

ভালোবাসি । 

বলে দাও খুব করে আজ 

ভালোবাসি । 


Post a Comment

0 Comments