Chhayar Bhetor Lyrics By Shuvo Sultan-Bangla Song Lyrics
Song Credits:
Song : Chhayar Bhetor (ছায়ার ভিতর)
Singer : Shuvo Sultan
Lyric : Mahi Flora
Tune & Music : Shuvo Sultan
Language : Bangla
Label : Agniveena
Chhayar Bhetor Lyrics :
চোখের এত কাছে থাকা জল
চোখের খুঁজে করছে টলমল
দু'পার একা গাছের নিচে বসে
ছায়ার ভেতর করছে কোলাহল
চোখের এত কাছে থাকা জল
চোখের খুঁজে করছে টলমল
দু'পার একা গাছের নিচে বসে
ছায়ার ভেতর করছে কোলাহল
তুমি চলো
আমি একা নদীর মতন
তুমি থাকো
আমার কান্না কান্না মন
তুমি বাসো
ভালো আমার মায়ের মত
তুমি রাখো হাত
দুঃখ জলের বোন
ছায়ার খুঁজে চেনা কোনো পাখি
ডানায় রোদের আদর মাখা মাখি
কোথায় ছায়া দুজন চোখে চোখে
চোখের মাঝে ছায়া আছে নাকি
ছায়ার খুঁজে চেনা কোনো পাখি
ডানায় রোদের আদর মাখা মাখি
কোথায় ছায়া দুজন চোখে চোখে
চোখের মাঝে ছায়া আছে নাকি
তুমি চলো
আমি একা নদীর মতন
তুমি থাকো
আমার কান্না কান্না মন
তুমি বাসো
ভালো আমার মায়ের মত
তুমি রাখো হাত
দুঃখ জলের বোন
চোখের এত কাছে থাকা জল
চোখের খুঁজে করছে টলমল
দু'পার একা গাছের নিচে বসে
ছায়ার ভেতর করছে কোলাহল
0 Comments