Dil Ta Tumar Lyrics By Shahbur-Bangla Song Lyrics
Dil Ta Tumar Lyrics
দিলটা তোমার,
দিলটা তোমার সাদাসিধা ভাইবা দিসি পরান
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণিমারই চাঁন
দিলটা তোমার সাদাসিধা ভাইবা দিসি পরান
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণিমারই চাঁন
কত কথা কইতাম দুইজনা
কত সুরে গান শুনাইতাম
কত কথা কইতাম দুইজনা
কত জিনিস কিইনা দিতাম
ভুইলা গেছো বন্ধু পাইয়া
মন করে আমারই আনচান
ভুইলা গেছো বন্ধু পাইয়া
মন করে আমারই আনচান
দিলটা তোমার,
দিলটা তোমার সাদাসিধা ভাইবা দিসি পরান
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণিমারই চাঁন
জীবন মরণ থাকবা যে কাছে
সুখের স্মৃতি চোখে যে বাসে
জীবন মরণ থাকবে যে কাছে
তোমার স্মৃতি চোখে যে বাসে
ভুইলা গেছো ঢাকা যাইয়া
বাদিব যে কেমনে পরান
ভুইলা গেছো ঢাকা যাইয়া
বাদিব যে কেমনে পরান
দিলটা তোমার,
দিলটা তোমার সাদাসিধা ভাইবা দিসি পরান
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণিমারই চাঁন
সুখে-দুখে থাকবা যে পাশে
আমার রাজ্যে দুঃখ যে হা
সুখে দুখে থাকবো যে পাশে
দিবানিশি মনে যে পরে
রঙ্গে রসে আছো মইজ্যা
ভুইলা গেছো সোনার ই চান
রঙ্গে রসে আছো মইজ্যা
ভুইলা গেছো সোনার ই চান
দিলটা তোমার,
দিলটা তোমার সাদাসিধা ভাইবা দিসি পরান
তুমি আমার আন্ধার রাইতের পূর্ণিমারই চাঁন
0 Comments