Ticker

6/recent/ticker-posts

Jodi Boli Lyrics By Pratik & Sudeshna - Bangla Song Lyrics

 Jodi Boli Lyrics By Pratik & Sudeshna - Bangla Song Lyrics




Song: Jodi Boli

♪ Singer: Pratik Kundu, Sudeshna Das

♪ Director: Krish Bose

♪ Editor, DOP, Colorist, Associate Director: Sayan Sarkar

♪ Music & Lyrics: Pratik Kundu

♪ Music Arranger: Dipesh Chakraborty

♪ Mix & Master: Debojit Sengupta

♪ Music Label : The Bong Studio


Jodi Boli Lyrics:


যদি বলি, আমার প্রতিটা রাত তোমার কুলেই চাই
বল ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে

যদি বলি, হা হাসছি আমি
তুমি আমার তাই
বল ছেড়ে তো দেবে না
কখনো মনের ভুলে

গোধূলি আকাশ মুছে দিল সাজ
অযথা দূরে তবু তুমি আজ
অভিমানী ভুল ধরবে আংগুল
মন করে বায়না

তুমি কি আমায় করবে পাগল
শাড়ির আঁচল চোখের কাজল
প্রেমে তুমিও পড়ে যাবে হায়
দেখো যদি আয়না

বাঁচি এই বিশ্বাসে শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি শূন্য
এ মহাদেশে

যদি ঘুমিয়েও পড়ি শেষ ঘুমে আমি
তবু তোমাকে চাই
তুমি স্বপ্নে এসো রূপকথারই দেশে

আমি বুকের মাঝে জাপটে জড়িয়ে যত কথা আছে
সবি তোমাকে বলি
আমি কান পেতে সেই মনের গভীরে
লুকোনো যন্ত্রণা শুনে ফেলি

তুমি অভিমানে খুব হয়ে গেলে
ভুল মেনে নিয়ে কতকত সরি বলি

ভাবি থাকবোই রেগে গম্ভীর মুখে
তোমার কথায় দূত আমি হেসে ফেলি

মারপিট ঝগড়াঝাঁটিরা শান্তি চাইবে শেষে
তাই অভিমান ভুলে আদর মাখতে তোমার কাছে এসে

যদি বলি, আমার প্রতিটা রাত তোমার কুলেই চাই
বল ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে

যদি বলি, হা হাসছি আমি
তুমি আমার তাই
বল ছেড়ে তো দেবে না
কখনো মনের ভুলে

বাঁচি এই বিশ্বাসে শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি শূন্য
এ মহাদেশে

যদি ঘুমিয়েও পড়ি শেষ ঘুমে আমি
তবু তোমাকে চাই
তুমি স্বপ্নে এসো রূপকথারই দেশে


Jodi Boli LYRICS:


Jodi boli, amar protita raat Tomar kole chai,

Bolo thonter chhonay

Aador makhabe gaale ! 


Jodi boli, hya haaschhi aami shudhui,

Tumi amar tai ! 

Bolo chhere to deben

Kokhono moner bhule ! 


Godhuli akash,

Mucche dilo saaj,

Ojhotha dure tobu tumi aaj 

Obhimani bhul dhorbe aangul,

Mon kore bayna ! 


Tumi ki amay korbe pagol

Saree’r anchol, chokher kajol,

Preme tumio pore jabe haay, Dekho jodi aayna !


Banchi ei biswase, shesh nihsaase,

Tomakei pashe chai !

Tumi na thakle aami shunyo e mohadeshe !


Jodi ghumiyeo Pori

Sesh ghume aami

Tobuo tomake chai !

Tumi sopnei esho Rupkothar oi deshe ! 


Ami buker majhe jaapte joriye Joto Kotha achhe

Sob’e tomakei boli ! 



Ami kaan pete sei moner gobhire,

Lukono jontronao shune feli ! 


Tumi obhimane khub

Hoye gele chup, 

Bhul mene niye

Koto koto sorry boli !


Bhabi thakboi rege, gombhir mukhe,

Tomar kothay dhut,

Aami hese feli ! 


Maarpit aar jhograjhantira Shanti chaibe sheshe,

Tai obhiman bhule aador makhte

Tomar kachhe eshe ! 


Jodi boli, amar protita raat Tomar kole chai,

Bolo thonter chhonay

Aador makhabe gaale ! 


Jodi boli, hya haaschhi aami shudhui,

Tumi amar tai ! 

Bolo chhere to debena

Kokhono moner bhule !

Post a Comment

0 Comments