Monta Obaddho Lyrics By Mahtim Shakib-Bangla Song Lyrics
Protune Presenting Valentines Day New Song 2021" Monta Obaddho | মনটা অবাধ্য " Official Music Video Song by Mahtim Shakib ,,, Published by PROTUNE, . This beautiful song written by Prosenjit Ojha , Tune By Bahauddin Rimon and Compositions by Shovon Roy .Direction by Mabrur Rashid Bannah Cast : Prottoy Heron , Mahima & Anik : Lets Sing our Song ," Monta Obaddho | মনটা অবাধ্য " Official Music Video Valentines Day Special Song 2021 .This Musical video Produced by Protune . Enjoy It.....Stay With Us!!!
Song Credits :-
Song : Monta Obaddho | মনটা অবাধ্য
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Tune : Bahauddin Rimon
Compositions : Shovon Roy
Label : Protune
Rightsbody :Protune
Monta Obaddho Lyrics :
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে।
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল।
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল।। ২
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
কেন যে তোমার সাথে
মনের এতো টান।
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান।।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
Music Video Credits :-
Direction : Mabrur Rashid Bannah
Cast : Prottoy Heron , Mahima & Anik
Cinematographers : Ashik Aman, Juel
Edit n’ Color : Shamim Rahman
Production : PUnderground Creative Factory (UCF)
Natok : ChotoBelar Prem
Produce : PROTUNE
মনটা অবাধ্য
শিল্পী : মাহতিম সাকিব
গীতিকার : প্রসেনজিৎ ওঝা
সুর : বাহাউদ্দীন রিম ন
সংগীত আয়োজন : শোভন রায়
লেবেল : প্রোটিউন
0 Comments