Nirbaak Lyrics By Shafat-Bangla Song Lyrics
Title: Nirbaak
Lyrics: Sahat Aslam
Tune: Shafat Ahmed Chowdhury
Composition: Shafat Ahmed Chowdhury
Production: Studio Mars
DOP: Nahidul Islam Tushar
Visuals: Shafat Ahmed Chowdhury
Drums: A.s Emon
Vocal: Sahat Aslam
Nirbaak Lyrics :
অসম্ভব সূন্দর ক্লান্ত শান্ত বিষন্ন কাশবনে
রক্তের দাগ বেয়ে দাগ বেয়ে হেঁটে চলে
মৃত্যুর ধোয়া কেটে ধোয়া কেটে ছিড়ে ভয়
ভুলে। পাপের বোঝা কাঁধে, কাঁধে নিয়ে খুজি তোমায়
শেয়ালের ডাক শকুনের ঠোঁটে লেগে থেকে রক্ত সবাই চেনে
মাটির বুক চিরে হাহাকারের বন্যা ভাসিয়ে নিচ্ছে
আমায় আরো কাছে
বুলেট শেলের চাদর যেন হায়নার মতো আবার
তোমার রক্তের স্বাধ চাইছে আকাশ সাক্ষী ছিলো
সেদিনের
ছিন্ন বিন্য বুকে জমে থাকা সাহসের গল্প আজ
তোমার লাশের ভার ত্যাগের ভার বইতে হবে সবার
ছিন্ন বিন্য বুকে জমে থাকা সাহসের গল্প আজ
তোমার লাশের ভার ত্যাগের ভার বইতে হবে সবার।
আবার নেমেছে ঘন অন্ধকার
বাদুড় দলও ঘুম
শীতের তোড়ে যেন তুচ্ছ আগুন
তবু রক্ত গরম
মাটির টানে শেষ শক্তিতে সব
মা দের সম্মানহানির
ইতি টানতে ব্যাস্ত আমরা
মরতেও প্রস্তুত
ধেয়ে আসা বুলেটের স্রোতে মৃত্যুর নাম স্পষ্ট
তখন আকাশে লাল সবুজের আগমন।
হঠাৎ দুচোখের মাঝে এক তীব্র কম্পন
থামিয়ে দেয় জীবন ঘড়ি
থামায় হৃদস্পন্দন
ছিন্ন বিন্য বুকে জমে থাকা সাহসের গল্প আজ
তোমার লাশের ভার ত্যাগের ভার বইতে হবে সবার
ছিন্ন বিন্য বুকে জমে থাকা সাহসের গল্প আজ
তোমার লাশের ভার ত্যাগের ভার বইতে হবে সবার।
0 Comments