Ticker

6/recent/ticker-posts

Oviman Lyrics By Tanveer Evan-Bangla Song Lyrics

Oviman Lyrics By Tanveer Evan-Bangla Song Lyrics


Best Friend 3 নাটকের নতুন গান OvimanOviman Lyrics এবং Tune করেছেন তানভীর ইভান। Oviman গানটি গেয়েছেন তানভীর ইভান। Oviman কান্ট্রির মিউজিক কম্পোজিশন করেছেন Piran Khan. Oviman Lyrics এর মত সব নতুন গানের Lyrics সবার আগে পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
Song : Oviman
Singer: Tanveer Evan
Lyrics and tune: Tanveer Evan
Music Composition: Piran Khan
Guitar: Amrick Das Gupta
Flute: Rahul Sarker Shuvo
Drama : Best Friend 3
Label : CD Choice
Cast : Jovan, Mehazabien & Azad
Director : Probir Roy Chowdhuy

Oviman Lyrics :

আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে

তুমি বুঝোনি
আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি

আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি

গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি...বুঝোনি

কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো

আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়
করে বসি তোমায় ভেবে

আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন
তুমি বোঝোনি কেন আমাকে

তুমি বুঝোনি
আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি

আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি

গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে
তুমি বুঝোনি...বুঝোনি

Oviman Lyrics :

Ami parini tomake
Apon kore rakhte
Ami parini tomake
Abar amar kore rakhte

Tumi bujhoni
Ami bolini
Tumi swopno te keno asoni

Amar oviman tomake niye
Sob geyechi

Gaane gaane surey surey koto kotha
Bolechi tomake
Tumi bojhoni


#oviman_lyrics









Post a Comment

0 Comments