Prokasher Opekkhay(প্রকাশের অপেক্ষায়) Lyrics By Buffering
Buffering এর প্রথম অরিজিনাল "Prokasher Opekkhay" এখন শোনা যাচ্ছে বিশ্বব্যাপী স্ট্রিমিং প্লাটফর্মে। শীঘ্রই "Prokasher Opekkhay" মিউজিক ভিডিও আপলোড হবে Buffering এর ইউটিউব চ্যানেলে।
Song: Prokasher Opekkhay
Lyrics: Romeo N.Rozario
Composition: Buffering
Prokasher Opekkhay Lyrics
দিনগুলো কেটে যায় এলোমেলো দ্বিধায়
স্বপ্নগুলো হারিয়ে যায় ভুল সুরে বাধা কবিতায়
আকাশ জুড়ে উঠছে রঙিন রঙিন ঘুড়ি
তোমাকে নিয়ে আকাশ তারা হয়ে জেনো তাকে
আমি শুধু সুর বসাবো আমারই কবিতায়
সেই সুরে যাব উড়ে
অস্থির এক শূন্যতায়
বুকের মাঝে জমাট কথারা
ঠোঁটের কাছে এসে প্রকাশের অপেক্ষায়
স্বপ্ন নিয়ে ছুটে চলা মন খারাপের শহরে
শহর জুড়ে মিশে থাকা অস্থত্বের গভীরে
মেঘ গুলো ক্লান্ত হয়ে শহরে ঝরে পড়ে
দ্বিধা ঝেড়ে তুমি আমি ছুটি শহরের পাজরে
আমি শুধু সুর বসাবো আমারই কবিতায়
সেই সুরে যাব উড়ে
অস্থির এক শূন্যতায়
বুকের মাঝে জমাট কথারা
ঠোঁটের কাছে এসে প্রকাশের অপেক্ষায়
0 Comments