Ticker

6/recent/ticker-posts

Rod Bristy Prem Lyrics By Band No 16/71-Bangla Song Lyrics

Rod Bristy Prem Lyrics( রোদ বৃষ্টি প্রেম ) By Band No 16/71-Bangla Song Lyrics


"রোদ বৃষ্টি প্রেম"আমাদের সম্পূর্ণ ভিন্ন রকম একটি গান। ভালবাসার এক অন্য রকম গল্প আমরা তুলে ধরার চেস্টা করেছি এই গানে। আশা করি গানটা সবার ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। 


গান-রোদ বৃষ্টি প্রেম

অডিও প্রোডাকশন - Sj Studio

মিক্সিং মাস্টারিং - সাজিদ সাদাত খান

লিরিকাল ভিডিও- পার্থ দিবস চৌধুরী 


ব্যান্ড মেম্বার

ভোকাল- সম্পূর্ণা গাংগুলী

ভোকাল- গৌতম মজুমদার

গিটার - জয় ধর ধীমান

ড্রামস- প্রান্ত ধর

বেজ - জয় বনিক

ভাইয়োলিন- ঐশি সাহা রয়

কি-বোর্ড- দিব্য ভট্টাচার্য 

Rod Bristy Prem Lyrics:


রোদ হোক কিংবা বৃষ্টি,

আমি তোর প্রেমে ভিজে একাকার।

একদিন তোকে না দখলে

করে বুকের ভেতর হাহাকার।

মন যে পরে থাকে, তোর প্রেমেতে ঘিরে

ভালবাসি তাই ছুটে, আসি তোর কাছে ফিরে।


রোদ হোক কিংবা বৃষ্টি,

আমি তোর প্রেমে ভিজে একাকার।

একদিন তোকে না দখলে

করে বুকের ভেতর হাহাকার।


তোকে নিয়ে স্বপ্ন দেখার

নেইতো কোন বাঁধা,(২)

ভালবাসাই ভালবেসে

আমি হব তোর রাঁধা।


রোদ হোক কিংবা বৃষ্টি,

আমি তোর প্রেমে ভিজে একাকার।

একদিন তোকে না দখলে

করে বুকের ভেতর হাহাকার।


উরু উরু এই মন,

তোকে খোঁজে সারাক্ষন(২)

তুই থাকলে পাশে ,আমি আছি

না থাকলে কাঁদে এই মন


রোদ হোক কিংবা বৃষ্টি,

আমি তোর প্রেমে ভিজে একাকার।

একদিন তোকে না দখলে

করে বুকের ভেতর হাহাকার।


রোদ হোক কিংবা বৃষ্টি

রোদ কিংবা বৃষ্টি

রোদ আর বৃষ্টি

রোদ ও বৃষ্টি।

Post a Comment

0 Comments