Shohorer Indrojal Lyrics By Shongkranti-Bangla Song Lyrics
Song Credits:
Song: Shohorer Indrojal
Lyrics: Athiqur Rahman Pranto
Band: Shongkanti
Composition: Shongkanti
Shohorer Indrojal Lyrics:
এই শহরে আজ কেউ নেই
তবু আছে অদৃশ্য এক মায়ার ইন্দ্র জাল
আমি তার গন্ধ খুঁজে পাই
যাকে কখনো দেখিনি আমি
আমি তার অনুভূতি খুঁজে যাই
যাকে কখনো স্পর্শ করিনি
এই শহরে আজ কেউ নেই
তবু আছে অদৃশ্য এক মায়ার ইন্দ্র জাল
আমি তার গন্ধ খুঁজে পাই
যাকে কখনো দেখিনি আমি
আমি তার অনুভূতি খুঁজে যাই
যাকে কখনো স্পর্শ করিনি
তবু খুঁজে ফিরি তাকে এই মায়ার শহরে
ছুটে চলে যাই আমি গন্তব্যহীন পথে
তবু খুঁজে ফিরি তাকে এই মায়ার শহরে
ছুটে চলে যাই আমি গন্তব্যহীন পথে
শহরের পথে
পথগুলো ছিল অদেখা অজানা
খেতে গিয়েছিলাম আমি যেন সেই পথে
শহরের নিস্তব্ধতা আমায় ভয় দেখায়
আধারের রং যখন হতাশায় বদলে যায়
তবু আমি খুঁজে ফিরি
পথে..শহরের পথে
শহরে আজ নেই কোন মায়া
আছে শুধুই হাহাকার
ব্যস্ত নগরীর কুয়াশায় হারিয়ে গেছে মানুষ
মৃত হয়েছে জীবন
জানি একদিন শেষ হবে সব
অন্ধকার পথ ফিরবে নতুন আলো
তবু খুঁজে ফিরি তাকে এই মায়ার শহরে
ছুটে চলে যাই আমি গন্তব্যহীন পথে
তবু খুঁজে ফিরি তাকে এই মায়ার শহরে
ছুটে চলে যাই আমি গন্তব্যহীন পথে
0 Comments