Ticker

6/recent/ticker-posts

Sleeping Pill Lyrics By Arman Alif-Bangla Song Lyrics

 Sleeping Pill Lyrics( স্লিপিং পিল ) By Arman Alif


Song Credits:
Song: Sleeping Pill
Singer: Arman Alif
Sleeping Pill Lyrics & Tune: Arman Alif
Composition: Jami Ul Hasan
Directed By Foisalur Aakash

Sleeping Pill Lyrics :

ভালো লাগে না স্লিপিং পিলের সাথে
সময় অসময় ঘুম

ভালো লাগে না অভিনয়ের সাথে
হাসতে কিছুক্ষন

সিঁদুরে কেন মেঘের আবছা ছাঁয়া
কেন অসময়ে ভয়

নীল শাড়িটা ময়লাটে হলো কেন
ভুল চিঠিগুলো কই

এখন আর আমার চোখের নিচের কালি
জমে নেই সেতো পুরনো চোরাবালি
আমি এখন নিয়মিত খুব
ঘুমের বড়ির ঘুমি

অনেকগুলো রাত্রি পেরিয়ে গেল
মুঠোফোনটার অপেক্ষায় ছিল
ভেজা বালিশটা রঙ চটা হলো
তবুও বেছে রই

আমার রক্ত বিষাক্ত তা জানি
তবুও ছিল না তাতে কোন বেইমানি
আকাশ দেখানো তারাটাও নেই
তাই আকাশ দেখাও নেই

আমি নেই আগের মতো সেই

হম..

এখনো কি ডায়রিতে কথা বলো
আমি ভেবে আমি ভেবে
তুমি কি এখনো আয়নায় মুখ দেখো
অন্য রূপের মহে

কখনো কি তুমি বুঝতে পেরেছিলেআ

আমারনিয়মে কতটা সুখী ছিলে

আমার দেওয়া যত্নের নামগুলি
হয় কিভাবে তুমি অন্যকে ডাকলে

প্রতিবেলা আমার খাওয়া হয়নি কেন
ঘুমোই নি কেন নিয়মিত
সময়গুলো মনে রাখি নি কেন
প্রশ্নগুলো নেই

এখন আর আমার চোখের নিচের কালি
জমে নেই সেতো পুরনো চোরাবালি
আমি এখন নিয়মিত খুব
ঘুমের বড়ির ঘুমি

অনেকগুলো রাত্রি পেরিয়ে গেল
মুঠোফোনটার অপেক্ষায় ছিল
ভেজা বালিশটা রঙ চটা হলো
তবুও বেছে রই

আমার রক্ত বিষাক্ত তা জানি
তবুও ছিল না তাতে কোন বেইমানি
আকাশ দেখানো তারাটাও নেই
তাই আকাশ দেখাও নেই

আমি নেই আগের মতো সেই




Sleeping Pill Lyrics:

Valo Lage Na Sleeping Pill Er Sathe
Somoy Osomoy Ghum
Valo Lage Na Ovinoy Er Sathe
Haste Kichukhon
Shidure Keno Megher Abcha Chaya
Keno Osomoye Voy
Nil Sharita Moylate Holo Keno
Vul Chithigulo Koi
Ekhon Ar Amar Chokher Nicher Kali
Jome Nei Seto Purono Chorabali
Amio Ekhon Niyomito Khub
Ghumer Borir Ghumi

Onekgulo Raatri Periye Gelo
Muthophonetar Opekkhay Chilo
Veja Balishta Rong Chota Holo
Tobuo Beche Roi
Amar Rokto Bishakto Ta Jani
Tobuo Chilo Na Tate Kono Beimani
Akash Dekhano Taratao Nei
Tai Akash Dekhao Nei
Ami Nei Ager Moto Se



Post a Comment

0 Comments