1988(১৯৮৮) Lyrics By Shishir ft.Shuvo & Masha-Bangla Song Lyrics
'১৯৮৮' is an original song produced by Shishir Ahmed featuring Shuvo and Masha. This track is created in 80's style music fused with modern genres.
Singers: Shuvo and Masha
Composition, Tune and Arrangement: Shishir Ahmed
Guitar, Keys and Synths: Shishir Ahmed
Lyrics: Shahan Kabondho
Mixed & Mastered by: Shishir Ahmed
Video by: Sakib Tonmoy
1988(১৯৮৮) Lyrics By Shishir :
দেয়ালে দেয়াল ছায়া
ফেলে কেটে গেছে কত দিন
এই জীবনে, না ছিলে না,
হইনি আমি তুমিহীন
ঝড়ো হাওয়ার মত
কেন দেখা দিলে পথে
আমি বুঝিনি, যেন চিনিনি,
তবুও কাছে এলে
চোখে জল, মনে ভয়
কি হবে কি, কেন দেখা হলো?
ঘোরে ঘোর, মনে জোর
যা হবে হোক, ভয় যাই ভুলে
হয় হয় এমনি হয়,
কিছু মানুষের জীবনে
হারানো মানুষগুলো হায়
ফিরে পাই এইক্ষনে
স্মৃতি ভর করে
সুখের সাতকাহনে
যেন ভাবায়, যেন উড়ায় পোড়ায় আবার নিজেকে
আমরা দুজন ছিলাম
একি সুতোয় গাঁথা হয়ে,
যেন নীল খুঁজে নীল গভীরে, অতলে হারিয়ে হারাতে
চোখে জল, মনে ভয়
কি হবে কি,কেন দেখা হলো?
ঘোরে ঘোর, মনে জোর
যা হবে হোক, ভয় যাই ভুলে
হয় হয় এমনি হয়,
কিছু মানুষের জীবনে
হারানো মানুষগুলো হায়
ফিরে পাই এইক্ষনে
আজ নিয়মের কোনো বাঁধনে নিজেকে রাখবোনা বেধে এভাবে
জীবনের শেষ প্রান্তে
আমি থেমে যাই বলো আর কিভাবে
না না তোমাকে
হারাতে চাই না
না না না
না না
হারিয়ে যাবো না ।
হয় হয় এমনি হয়,
কিছু মানুষের জীবনে
হারানো মানুষগুলো হায়
ফিরে পাই এইক্ষনে
0 Comments