Bhodro Lyrics By Hookies-Bangla Song Lyrics
Bhodro Lyrics By Hookies :
রাঙিয়ে নিও তোমার চিহ্ন আমার শরীরের মানচিত্রে
যেন কোনদিন খুঁজে পাবো তোমায় ক্লান্তিকর একরাতে
হাতে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে
চোখে চোখ রেখে অনুভূতি গুছিয়ে
রাতের শেষে আমি নিন্নী হয়ে ভোরের শুরুতে
নির্দিষ্ট সূর্যের আদিতে নিখোঁজ হয়ে
হারিয়ে সময়ের তালে তালে
নানান হাসির আড়ালে নানান কান্নারই মাঝে
তোমাদের ভাঙ্গা স্বপ্নে আমাকে খুঁজে পাবে
কত আসায় ভিন্ন ভাষায় অস্পষ্ট কথা দিয়ে
হাতে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে
রাতের শেষে আমি নিন্নী হয়ে ভোরের শুরুতে
নির্দিষ্ট সূর্যের আদিতে নিখোঁজ হয়ে
হারিয়ে সময়ের তালে তালে
নানান হাসির আড়ালে নানান কান্নারই মাঝে
তোমাদের ভাঙ্গা স্বপ্নে আমাকে খুঁজে পাবে
নানান হাসির আড়ালে নানান কান্নারই মাঝে
নানান হাসির আড়ালে নানান কান্নারই মাঝে
তোমাদের ভাঙ্গা স্বপ্নে আমাকে খুঁজে পাবে
নানান হাসির আড়ালে নানান কান্নারই মাঝে
তোমাদের ভাঙ্গা স্বপ্নে আমাকে খুঁজে পাবে
0 Comments