Ticker

6/recent/ticker-posts

Bhoy Lyrics By Defy-Bangla Song Lyrics

 Bhoy Lyrics By Defy-Bangla Song Lyrics


Band: Defy 
Album: Obak Obhijan (অবাক অভিযান)
Tune: Rezaie
Lyrics: Rezaie/ Tawfique [প্রথম চার পঙক্তি নির্মলেন্দু গুনের “যাত্রাভঙ্গ” কবিতা থেকে নেওয়া] 
Composition: Defy
Mix & Master: Rafsan

Fear; fear is a very bad thing. It stops you from living your life. Yet, we fear. We fear everyday about everything; even if we don’t want to fear. You can liberate yourself through killing the fear in you or keep rolling with it. Herewith, we announce the first release of our solo album ““Obak Obhijan (অবাক অভিযান)”. We present the third track of our album, “Bhoy” which means fear; fear of losing your loved ones. “Bhoy (ভয়)” will be released on our Youtube channel at midnight on this Friday, September 21, 2018. 

“Bhoy (ভয়)” was originally tuned in 2006, and composed in 2012 when we first started working on our album “Obak Obhijan (অবাক অভিযান)”. We finished the entire recording sometime in 2015 but due to unavoidable situations it took us almost 3 years to get back to the song and finalize the master. And here we humbly present “Bhoy (ভয়)” to you.

Bhoy Lyrics By Defy :

হাত বাড়িয়ে ছুঁই না তোকে আমি
মন বাড়িয়ে ছুঁই,
দুই কে আমি এক করি না
এক কে করি দুই.
হেমের মাঝে শুই না যবে আমি
প্রেমের মাঝে শুই,
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই পাবি তুই.
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি,
পথ হারিয়ে পথের বাঁকে
আমাকেই তুই পাবি.
পূবের আকাশ লাল হলে
দেখিস যে তার আভা,
আমার ছায়া তার মাঝে
করছে আনাগোনা.
সোনা রঙে রোদ্দুরে তুই
তাকাস চোখটা মেলে,
খুঁজে দেখিস আমার কায়া
মেঘের ভাঁজে খেলে.
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি,
পথ হারিয়ে পথের বাঁকে
আমাকেই তুই পাবি.
বিকেল বেলা ঘুমের ঘোরে
স্বপ্নে যাস যে তুই,
স্বপ্ন দেশে আমার দেখা
পাবি যে নিশ্চয়ই.
রাতদুপুরে অসময়ে
তন্দ্রা ভাঙে তোর,
ঘুমের শেষে অনুরোধে
দীর্ঘশ্বাসে ভোর.
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই ভয়ের ভীড়ে
আমাকেই তুই পাবি,
কাঁচের ঘরে নির্বাসনে
আমাকেই তুই পাবি.

Post a Comment

0 Comments