Doura Picchi Lyrics By The Attempted Band-Bangla Song Lyrics
credits:
from Doura Picchi EP, track released February 28, 2021
Imran Aziz: guitars, keys
Jason Cammarata: bass
R: vocals
Punam: vocals
Tashfee: vocals
Bill Burley: synths
Arafat Kazi: drums, percussion, voice of Molecule Khondokar
PITOLHEART: voice of Guru Azam Khan
Doura Picchi Lyrics :
সকালবেলার রিউচুয়াল ছিল
তুমি চাও আমি কফি
চলে গেলে মিউচুয়াল
মাঝখানে ছেড়ে দিলাম সবই
তুমি ছিলে এক লেঘর প্রাসাদের রাজকুমারী
জানলা দিয়ে পায়রা উড়ে যায়
তবু লাগছে বারি,লাগছে বারি
মাকসুদ বলছিল প্রেম শুধু আশায় থাকা
কৌতুকের কম্বল দিয়ে কষ্টের শীত যায়না ঢাকা
এই ভোম্বল দেহ নিয়ে আমি গান ছাড়া নাচি
জঙ্গল থেকে পালাতে না পেরে
অপেক্ষায় বসে আছি
সন্ধ্যে হয়ে গেল রাত
কবে আসবে প্রভাত
কোথাও শান্তি আসে না
তবুও কানতে পারি না
চিঠি লেখা শুরু করে থামি
তুমি পাশে থাকলে হাসতে বলতে ন্যাকামি
ছিল আমাদের একটাই সংসার
বউ আর স্বামী
এখন আমরা কেউ না বাকি শুধুই আমি
এখনো আমি ঘুম ভাংলেই তোমাকে খুজি
কেন তুমি নাই সেটাও আমি ভালোই বুঝি
কাঠবিড়ালি কে বাদাম খাওয়াই বলি তোমার নাম
চোখ ভিজে গেলে বলি এটা মুখোশের গাম
একদিন আমি মনের কথা বলবো খুলে
একদিন আমি তোমার কথা যাব ভুলে
একদিন নিজেকে আমি করব ক্ষমা
তবুও তুমি আমার প্রিয়তমা
নিজেকে ভালবাসতে শেখো বড়ই কষ্ট
আমি তোমাকে আর ভালোবাসি না
নিজেকে ভালবাসতে শেখো বড়ই কষ্ট
আমি তোমাকে আর ভালোবাসি না
নিজেকে ভালবাসতে শেখো বড়ই কষ্ট
আমি তোমাকে ভালোবাসি না
Doura Picchi Lyrics :
Shokal belar ritual chilo tumi cha ami coffee
Chole gele, mutually majkhane cchere dilam shobi
Tumi cchile ek Legor prashader rajkumari
Janala diye payera ure gelo, tobu lagccheye bhari
Maqsood bolecchilo prem shudhu ashaye thaka
Koutuker kombol diye jay ki koshter sheet dhaka
Ei bhombol deho niye ami gaan cchara nachi
Jongol theke palate na pere opekkhaye boshe acchi
Shondha hoye gelo raat
Kobe ashbe probhat
Kothao shanti ashena
Tobuo kante parina
Chithi lekha shuru kore hotath thami
Tumi pashe thakle hashte, bolte nekami
Cchilo amader shongshar, bou ar shami
Ekhon amra keu na, baki shudhu ami
Ekhono ami ghum theke uthe tomake khuji
Keno tumi nai, shetao ami bhalo bhabe bujhi
Katbiralike badam khawai boli tomar naam
Chokh bhije gele boli eta mukhosher ghaam
Ekdin ami moner kotha bolbo khule
Ekdin ami tomar kotha jabo bhule
Ekdin ami nijeke korbo khoma
Tobuo tumi robe priyotoma
Nijeke bhalobashte shekha boro koshto
Ami tomake ar bhalobashina
Ami tomake bhalobashi
0 Comments