E Path Geche Beke Lyrics By Taalpatar Shepai-Bangla Song Lyrics
Song - E Path Geche Beke
Composer/Singer- Pritam Das
Lyricist- Saswata Ray
Guitar- Sumon Ghosh
Orchestratal Arrangement/Pad/Piano/Bass- Pritam Das
Recorded at- BlooperHouse Studios. Dbs Studio
Arrangement- Taalpatar Shepai
Mixing/Mastering- Sumon Ghosh
Cinematography-Abhishekh Srivastava,James Suraj Barwa
Direction-Pritam Das
Video Editing-Sumon Ghosh,Pritam Das
Color Grading- Pritam Das
3d Model by- Rohit Shaw
Vfx- Sumon Ghosh,Arpan Srimani
Laddakh Footage Courtesy- Rounglass Sustain
Thumbnail - Dippyaman
Coproduced by -Taapatar Shepai in Association with Offbeat Ccu,Blooperhouse Studios
DISCLAIMER:
Do no try to imitate what's shown in the music video
Videography was done under supervision and due care was taken..
E Path Geche Beke Lyrics By Taalpatar Shepai :
এ পথ গেছে বেঁকে
কিছু আমি জেগে কে জানে,
আজ মনে হয় তুলি
আকাশের চোরাবালি, আনমনে।
যত স্মৃতি কত কি সাথে নিয়ে
কত রাত নদী হয়ে যায় বয়ে, কে চায়
এ মনের হিসেব কি ওই মন রাখে ?
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়।
কত তোমার কত কথা
রূপসী রূপকথা বলো তারায়,
আমি থাকি একা সঙ্গে
তবু তোমার তরঙ্গে ভেসে যাই।
ফিরে আসি বারেবারে সব ভেঙে
যত না পাওয়া আজ পাওয়ার রঙে,
এ মন জানে পথ ভোলার মানে, কে চায়।
এ মনের হিসেব কি ওই মন রাখে ?
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়।
আমি জানি তুমি আসবে
ভালোবাসা ভালোবাসবে, বলো তাই
পথ খুঁজি, তবু বুঝি
সেই তুমি শুধু তুমি আশ্রয়।
শত স্মৃতি ভেজা আলো অঝোরে
আমি অচেনা আজ আমার ঘরে।
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে,
এ মন যে জানে পথ ভোলার মানে
কে জানে তুমি কেন আমার মনে।
0 Comments