Ticker

6/recent/ticker-posts

Hajar Bocchorer Shrestho Bangali Lyrics By Rupankar Bagchi-Bangla Song Lyrics

 Hajar Bocchorer Shrestho Bangali Lyrics By Rupankar Bagchi & Farhana Shanta-Bangla Song Lyrics


Song Credits:
Song: Hajar Bocchorer Shrestho Bangali
Singer: Rupankar Bagchi & Farhana Shanta
Concept & Lyrics: Suvadeep Chakraborty
Music Composition: Chirantan Banerjee
Music Programing: Deborshee Mukherjee
Flute: Soumyajyoti Ghosh
Sarod: Pratik Srivastav
Tabla & Percussion: Jalodhar Baidya
Recording Studio: Uptempo Sound Studio
A Sound Flakes Production
Language: Bangla
Label: G Series

Hajar Bocchorer Shrestho Bangali Lyrics :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর

তোমার দু চোখের দেখা স্বপ্ন এবুকে নিয়ে
 আমি চলি দূর বহুদূর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর

সেদিনের কত কথা কত স্মৃতি সংগ্রাম
রাজপথে আজও শুয়ে আছে
তোমার অগ্নিবাণী সূর্যের মতো রাঙা
ওই দেখো আকাশের কাছে

সেদিনের কত কথা কত স্মৃতি সংগ্রাম
রাজপথে আজও শুয়ে আছে
তোমার অগ্নিবাণী সূর্যের মতো রাঙা
ওই দেখো আকাশের কাছে

সবুজ মাঠের শেষে দিগন্ত এসে মিশে
বেজে ওঠে রাখালিয়া সুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর

অন্যায় অবিচার কখনো মাননী তুমি 
কখনো শিখনি হার মানতে
রক্তের বিনিময়ে স্বাধীনতা পাব জানি
সে কথা তুমি ঠিক জানতে

অন্যায় অবিচার কখনো মাননী তুমি 
কখনো শিখনি হার মানতে
রক্তের বিনিময়ে স্বাধীনতা পাব জানি
সে কথা তুমি ঠিক জানতে

তাইতো তোমাকে ঘিরে আমাদের প্রত্যয়
আজও উদ্যম ভরপুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর

মৃত্যু কী পেরেছিল এই বাংলার বুকে
তোমার ঘটাতে অবসান
মৃত্যুঞ্জয়ী তুমি বাংলাদেশের পিতা
আমরা তোমার সন্তান

মৃত্যু কী পেরেছিল এই বাংলার বুকে
তোমার ঘটাতে অবসান
মৃত্যুঞ্জয়ী তুমি বাংলাদেশের পিতা
আমরা তোমার সন্তান

আজও তাই বলে যাই তোমার কথাই শুধু
দীপ্ত অথচ সুমধুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
তোমার দু চোখের স্বপ্ন এবুকে নিয়ে
 আমি চলি দূর বহুদূর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু মুজিবুর




Post a Comment

0 Comments