Ticker

6/recent/ticker-posts

Moner Danay vishon Shokti Lyrics By Joler Gaan-Bangla Song Lyrics

 

 Moner Danay vishon Shokti ( মনের ডানায় ভীষণ শক্তি)Lyrics By Joler Gaan-Bangla Song Lyrics


Song credits :

Song: Moner Danay vishon Shokti ( মনের ডানায় ভীষণ শক্তি)
Band: Joler Gaan
Singer: Rahul Ananda

Moner Danay vishon Shokti Lyrics : Rahul Ananda


Moner Danay vishon Shokti Lyrics :

ভাবো - তুমি ভাবতে শেখো

জানো - তুমি নিজেকে জানো

ভাবো - তুমি ভাবতে শেখো

জানো - তুমি নিজেকে জানো

বলেছেন জ্ঞানী-গুণী ।


মহামারীর এই নিদান কালে -

অনাহারী মুখ গুমরে কাঁদে -

জানি - আমরা জানি ॥

মহামারীর এই নিদান কালে -

অনাহারী মুখ গুমরে কাঁদে -

জানি - আমরা জানি ॥


শোনো - বাতাসে কান পাতো

শোনো - বাতাসে কান পাতো

শোনো চিৎকার হাহাকার !

অনাহারী ঐ মুখগুলো সব -

তোমার-আমার-সব্বার।

তারা মানুষ - এই বাংলার

তারা মানুষ -

তোমার-আমার-সব্বার॥


যদি বেঁচে যাও !

যদি অসুখ পালায় দূরে -

যদি ফিরে যাও -

চিরচেনা ঐ সুখে !

যদি বেঁচে যাও !

যদি অসুখ পালায় দূরে -

যদি ফিরে যাও -

চিরচেনা ঐ সুখে !

বলতে কী পারবে- তখন ?

বিশ্বাস রেখে বুকে ?

বলতে কী পারবে- তখন ?

বিশ্বাস রেখে বুকে ?

বিপদে দু'টো দানা দিয়েছো-

অনাহারীর মুখে ॥

বিপদে দু'টো দানা দিয়েছো-

অনাহারীর মুখে ॥


এসো বাঁচতে শিখি

মনের ডানায় ভীষণ শক্তি

স্বপ্ন হলেও এটাই সত্যি ॥

তাই,এসো স্বপ্ন বুনি

সব মরে স্বপ্ন বাঁচে -

জানি, আমরা জানি ॥


ভাবো - তুমি ভাবতে শেখো

জানো - তুমি নিজেকে জানো

শোনো - বাতাসে কান পাতো

শোনো চিৎকার হাহাকার !

শোনো...চিৎকার হাহাকার !




Post a Comment

0 Comments