Mowla Bole Lyrics By Manush-Foekir Lalon Shah-Bangla Song Lyrics
Band: Manush
Song: Mowla Bole
Lyrics & Tune: Lalon Shah
Singer: Tuntun Mustafa
Flute, Keyboard, Production, Sound Engineering, Video Editing: Shami Sattar
Bass, Acoustic Guitar, Production: Shacchal Zaman
Drums and Percussion: Tanjeer Alam
Esraj: Farhan Tausif Khan (Guest)
Cinematography: Ragib Hasan (Bandmate)
Special thanks to: Akib Akhter, Mustafa Nashwan Haque (Bandmate), Hasibush Shaheed (Cover Painting)
মওলা বলে ডাক রসনা -- লালন সাঁই
Mowla Bole Lyrics :
মওলা বলে ডাক রসনা ।।
গেল দিন ছাড় বিষয় – বাসনা।।
গেল দিন ছাড় বিষয় – বাসনা।।
মওলা বলে
যেদিনে সাঁই হিসাব নেবে
আগুন পানি তুফান হবে
যেদিনে সাঁই হিসাব নেবে
আগুন পানি তুফান হবে
এ বিষয় তোর কোথায় রবে
এ বিষয় তোর কোথায় রবে
একবার ভেবে দেখ না ।।
মওলা বলে
সোনার কুঠুরি কোঠা রে মন
সোনার খাট পালঙ্কে শয়ন
সোনার কুঠুরি কোঠা রে মন
সোনার খাট পালঙ্কে শয়ন
শেষে হবে সব অকারণ
শেষে হবে সব অকারণ
সার হবে মাটির বিছানা ।।
ও তোর মাটির বিছানা
মওলা বলে
ইমান ধন আখেরের পুঁজি
সে ঘর দিলে না কুঞ্জি
ইমান ধন আখেরের পুঁজি
সে ঘর দিলে না কুঞ্জি
লালন বলে হারলে বাজি
লালন বলে হারলে বাজি
আর কাঁদলে সারবে না ।।
শেষে কাঁদলে সারবে না ।।
মওলা বলে ডাক রসনা ।।
মওলা বলে
গেল দিন ছাড় বিষয় – বাসনা।।
গেল দিন ছাড় বিষয় – বাসনা।।
মওলা বলে
0 Comments