Nagordola Lyrics By Towfique & Faisal-Bangla Song Lyrics
Nagordola Lyrics By Towfique
রাতেরই আধারে একাকি বসে আমি
ভেবেছি কথা যে শুধু তোমারই,
আমারই আঙ্গিনায় একটা শালিক দেখি
ঝড়েরই আঘাতে ঠিকানাবিহীন।
শুনতে কি পারো তুমি
বুঝতে কি পারো তুমি
দেখে দেখে অদেখা
নাদেখার ভান শুধু,
তেলে-জলে মিশ খায়,
জীবনতো বিষ চায়,
চলেনা নাগর দোলা
আশাহীন ভোর কভূ।
চলে যাব দূরে বহুদুরে,
সুদুরে কোথাও সব প্রোহোসন ভূলে,
এ মায়া জগতে ছন্দবিহীন আমি,
এ মায়া জগতে অনাকাংখিত আমি
শুনতে কি পারো তুমি
বুঝতে কি পারো তুমি
দেখে দেখে অদেখা
নাদেখার ভান শুধু,
তেলে-জলে মিশ খায়,
জীবনতো বিষ চায়,
চলেনা নাগর দোলা
আশাহীন ভোর কভূ।
0 Comments