Obhimani Prem Lyrics By Habib Wahid ft. Tareq-Bangla Song Lyrics
Obhimani Prem Lyrics By Habib :
যদি কখনো আকাশ কাঁদে,
বৃষ্টি হয়ে;
ভেবোনা তুমি আমার,
এই জমা অভিমানী ।
যদি কখনো ফুলে ফুলে,
ভ্রমর ফিরে ফিরে আসে;
ভেবোনা তুমি আমার,
নীরব পিছুটানই ।
শীতের সকালে কুয়াশা ভেজায়
তোমার উঠোন ।
দু'পা ফেলে সোনা বধূয়ারে ।
এ আর কিছু নয়,
এই আমার শুভ প্রেমের আহ্বান ।
বদলে যাওয়া ভালোবাসার অভিধান ।
ভোলে যত সংশয় মিথ্যে করেই অভিনয় ।
আবার ফিরে আসা কি যায় না ।
একবার ফিরে দেখো,
প্রথম প্রেমের মতো ।
আবার শুরু হোক আবেগি প্রণয়ে ।
কথা দিলাম,
এই প্রেম কভু যাবো না ভুলে ।
আসলে আসুক,
বিষাদী বলে ।
গানে গানে আজ তাই,
জানিয়ে দিলাম ।
এ আর কিছু নয় ।
এই আমার শুভ প্রেমের আহ্বান ।
0 Comments