Proshno Lyrics (Debut Track) By Ske?tic-Bangla Song Lyrics
Proshno is our debut track. This song is actually a question to everyone. Our lives are always imprisoned by the bars of rules and system. We are asking if we can ever get our true freedom.
Vocals / Backup Vocal : Abtahi Anonno , Abir Seam
Lyrics & tune : Abir Seam
Drums : Ragib Mahmud Ansary
Guitars: Tanvir Ahmed Khan , Abir Seam
Bass: Shahriar Alfee
Out debut track is now at many streaming platform. Make sure to give a visit.
Lyrics by Abir Seam
Proshno Lyrics By Ske?tic :
জানালাতে দেখি আজ
ধোয়াটে এক অন্ধকার ।
নিয়মের এই কাঠগড়ায়
মুক্তি দেবে কি আমায়?
মুক্ত হয়েও বন্ধি আমি,
চারিদিকে নিয়মেরই জাল
নিজেকে প্রশ্ন করি আমি
দেবে কে মুক্তির অঙ্গিকার?
সময় বদলাবে কি কেউ?
আনবে উত্তর আমার
মনের গভীরের সেই সব উদ্ভট চিন্তার?
হারিয়ে ফেলেছি যে আজ
এগিয়ে যাওয়ার ভয় আমার।
শিকল ভেঙে চুরে আজ
বেরিয়ে যাব অজানায়।
যত স্বপ্ন কল্পনারা ঘিরে আমার
শক্তি দেয় সব বদলে দেবার
কষ্ট আমার জীবনের যতগুলো সব
চায় যে মুক্তির অঙ্গীকার
মুক্ত হয়েও বন্ধি আমি,
চারিদিকে নিয়মেরই জাল
নিজেকে প্রশ্ন করি আমি
দেবে কে মুক্তির অঙ্গিকার?
সময় বদলাবে কি কেউ?
আনবে উত্তর আমার
মনের লুকোনো সেই সব
উদ্ভট চিন্তার?
পাব কি উত্তর আমার?
নাকি রয়ে যাব নিয়মের বাধায়।।
0 Comments