Ticker

6/recent/ticker-posts

Shobdo Megh Lyrics By Abdullah Al Mehedi-Bangla Song Lyrics

 Shobdo Megh Lyrics By Abdullah Al Mehedi-Bangla Song Lyrics


Song : Shobdo Megh (শব্দমেঘ)

Lyrics, Tune & Keyboard : Abdullah Faiz

Arrangement & Guitar: Shaik Salekin

Voice : Abdullah Al Mehedi

Sound : Shafiquzzaman Shaon

Language : Bengali

Label :  G Series

Shobdo Megh Lyrics :

কি যেন জানাতে চেয়েছো
কি যেন বুঝাতে চেয়েছো
হৃদয়ের জানালা খুলে দিয়ে
কি যেন দেখাতে চেয়েছো

তোমার জমানো শব্দ মেঘ গুলো
বৃষ্টি হয়ে ছড়ালে না
তোমার চোখের তারার আলো
জোছনা হয়ে ছড়ালে না
তোমার জমানো শব্দ মেঘ গুলো
বৃষ্টি হয়ে ঝরালে না
তোমার চোখের তারার আলো
জোছনা হয়ে ঝরালে না

স্মৃতির খাতা, অনেক খুজেও
পাইনি কোনো অবহেলা
তবুও আমি রইলাম নিরব
তুমিও চুপ সারাবেলা
অজানা পথে হেঁটেছি দুজন
চলে গেছি বহুদূর
বুঝিনি তবুও আনমনে
গেয়ে গেছি একই সুর
তোমার বাগানে ফুল ফুটালে
গন্ধে আমায় জড়ালে না

কি যেন জানাতে চেয়েছো
কি যেন বুঝাতে চেয়েছো
হৃদয়ের জানালা খুলে দিয়ে
কি যেন দেখাতে চেয়েছো

তোমার জমানো শব্দ মেঘ গুলো
বৃষ্টি হয়ে ঝরালে না
তোমার চোখের তারার আলো
জোছনা হয়ে ছড়ালে না
তোমার জমানো শব্দ মেঘ গুলো
বৃষ্টি হয়ে ঝরালে না
তোমার চোখের তারার আলো
জোছনা হয়ে ছড়ালে না








Post a Comment

0 Comments