Ticker

6/recent/ticker-posts

Uff Bujhlam Na Lyrics By 4K Maruf-Bangla Song Lyrics

 Uff Bujhlam Na Lyrics By 4K Maruf Ahmed Masum & Collected-Bangla Song Lyrics


Uff Bujhlam Na Lyrics : 

Yeah

দাড়া 

তা কি ব্যাপার

আমার আম্মুরে বিয়ে বিয়ে করতে মন চাচ্ছে তাই না

হ্যালো

আমার আব্বু এতিম হয়ে যাবে না ?

অ্যাহ

পাগল

ধ্যাত্


আরে আর কত পাল্টায় রে ভাই

আমি গোলকিপার দিয়ে খেলবো গোলকিপার দিয়ে

Okay

Oh Shit

আরে আরে


হ্যালো

আরে বললাম না কত সামনে

মধ্যে প্রাচ্যে ঈদ হবে ৩১ শে জুলাই

Okay

Yeah


একজন কমেন্ট করেছে ; তাহলে তো আমাদের ঈদ ৩২শে জুলাই


লোকে যাকে বড় বলে বড় সে নয়

নিজে যাকে বড় বলে বড় সেই হয়


উফ্

অফসাইড না হলেই হয়


কারে দেয়া যায় কারে দেয়া যায়


হ্যালো

কারে দেয়া যায় কারে দেয়া যায়

ওরেই দেই


তুমি মিরপুরের কোথায় থাকো ? 

আমি হল 

হুম

মিরপুরের 

Yeah

ঢাকায় থাকি 

Holy shit

Thank You 

Yeah


তোর বোধহয় জানা নেই, সুন্দর বনে শুধু বাঘই থাকে না ; সিংহও থাকে

আআআআআ

আরে

গোলটা কি আমিই দিসি ?

হিসাব বোঝনা ; দুদু খাও ? বুইঝা দেখ

উফ্ বুঝলাম না

Hi baby  

তো তার বেবি ডাক শুনে আমি ভেবেছি তার সন্তান হয়তো তাকে ফোন দিয়েছে

তুই কি বললি ? 

উফ্

Do you even know the spelling of the follower ? 


ওরে বাবা

ঘাস কাটতাছিলি নাকি তোরা ?

সব গুলার চুল হচ্ছে এরকম হলুদ

ইলেকট্রি মিস্ত্রি হোসুইন্না না রে

কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি একজন সেলিব্রিটি ; আর ওরা তোমার ফ্যান


কথা কইনা ডরায়া ; 

ফালতুগুলা

কথা যায়গা ছড়ায়া

আমি কে

তুই যা করবি কর

বুঝলাম না

অতি বড় হয়ো না ; ঝড়ে পড়ে যাবে ; অতি ছোট হয়ো না ; ছাগলে মুড়ে খাবে

উফ্

হ্যালো

To all my haters :

শুটিয়ে লাল করে দেব


AUDIO CREDITS :

Music - TMSakib 

Vocals & Lyrics : Maruf Ahmed Masum & Collected

Mixing & Mastering - TMSakib


VIDEO CREDITS :

Direction : Zaki Ahmad

Cinematography & Edit : Nasimul Mursalin Shakkhar 


Cast : Masum, Shuchita, Promi, Zaki

Makeup : Ahan Rahman

Lights : Hiron and Crew

Production Manager : Saddam Hossain

Production Controller : RT Shaheen


Overall Management :

Rafee Tahseen Ahmad Shabbir


SPECIAL THANKS : 

Rafee Tahseen Ahmad Shabbir


Thumbnail Design : Syed Mahdi Rahman Tilok




Post a Comment

0 Comments