Andha Lyrics By Pinto Ghosh
Song Credits :-
Song : Andha | আন্ধা
Singer : Pinto Ghosh
Lyrics : Prosenjit Ojha
Tune :Prosenjit Ojha & Shovon Roy
Music Arrangement : Shovon Roy
Project : Protune Folk Fifty
Label : Protune
Rightsbody :Protune
Andha Lyrics:
আমার দিনের মাঝে দিন চলে যায়
রাতের মাঝে রাত।
বান্ধা আমি আন্ধা হইয়া
ঘুরি কত হাত।
কেউ আমার হইলোনা আপন
সবাই হইলো পর।
এই দুনিয়ায় পাইলামনারে
নিজের আপন ঘর।।
প্রয়োজনে হলাম আপন
প্রানের প্রতিবেশী।
স্বার্থ শেষে বিনাদোষে
করলো সবাই দোষী।-২
আমি কার কাছে আর নেবরে ঠাঁই
দেখি প্রেমের বিরান চর।।
হাতে পায়ে দড়ি আমার
চিন্তায় রেখা টানা ।
মনটা আমার পাখি কিন্তু
উড়তে আবার মানা ।-২
আমি খাঁচায় বন্ধী রইলাম
আমার খাঁচাটা নড়বর ।।
0 Comments