Ticker

6/recent/ticker-posts

Banglar Rupe Bangabandhu Lyrics Joler Gaan | Bangla Song Lyrics

 


Banglar Rupe Bangabandhu Lyrics Joler Gaan

কণ্ঠঃ ফজলুর রহমান বাবু 

কথা ও সুরঃ রাহুল আনন্দ 

সঙ্গীতায়োজনঃ রানা সারওয়ার ও রাহুল আনন্দ 

চিত্রকরঃ উর্মিলা শুক্লা

হারমোনিয়ামঃ মোঃ রুবেল হোসেইন

Banglar Rupe Bangabandhu Lyrics :

কালো চশমার ফ্রেমে -

মায়াভরা চোখ। 

ওই চোখে আঁকা আছে -

বাংলার মুখ । 


তোমার স্বপ্ন জুড়ে - সোনার বাংলা,

সুজলা-সুফলা... শস্য শ্যামলা। 

সোনার বাংলা জুড়ে - 

কতো শত নদী বহমান

বাংলার রূপ তুমি - 

বঙ্গবন্ধু..... শেখ মুজিবুর রহমান ।। 


নকশীকাঁথার মাঠ - রাখালিয়া বাঁশি। 

নবান্ন উৎসবে - কৃষানের হাসি। 

ভোরের বাতাসে রাঙা সূর্যটা হাসে-

সকালবেলার পাখি - তোমার নামেই গায় গান।

বাংলার রূপ তুমি-

বঙ্গবন্ধু..... শেখ মুজিবুর রহমান ।। 


তোমার সাহসী চেতনার রঙে

বাংলায় কথা বলি। 

কথা আর গানে... বঙ্গবন্ধু -

আমাদের শ্রদ্ধাঞ্জলি। 

বাঙালি আমরা...বাংলায় গাই

বাংলা মায়ের সন্তান। 

বাংলার রূপ তুমি - 

বঙ্গবন্ধু..... শেখ মুজিবুর রহমান ।

বাংলার মুখ তুমি - 

বঙ্গবন্ধু..... শেখ মুজিবুর রহমান ।

 

কালো চশমার ফ্রেমে -

মায়াভরা চোখ। 

ওই চোখে আঁকা আছে -

বাংলার মুখ ।।

Post a Comment

0 Comments