![]() |
Dusshopno Lyrics By Odd Signature |
Lyrics and Tune - Moontasir Rakib
Composition – Odd Signature
Vocal – Moontasir Rakib
Second/ Back vocal – Ahasan Tanvir Pial
Keyboard – Arnam Amitab
Guitar ( Solo and Riff ) – Ektedar Sakin
Guitar ( Rhythm ) - Ahasan Tanvir Pial
Drums – Akib Ahmed
Bass – Tahmid Rayan
Dusshopno Lyrics By Odd Signature
আমাদের সব স্বপ্নের রং
দেখো আলোয় মিশে বেড়ায়
স্বপ্নের আকাশে কালো মেঘে
সেই সূর্য হারায়
একি কোন দুঃস্বপ্ন
আমি চিন্তায় চিন্তায় মরি
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি
আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না
কবু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা
আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না
কবু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবে না
আমাদের সেই রঙিন ছবি
আজও হাসছে তবে আমি দেখি
কেউ নেই পাশে গল্প শুনে
হাত ধরে চোখ মুছার আমার
একি কোন দুঃস্বপ্ন
আমি চিন্তায় চিন্তায় মরি
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি
আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না
কবু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা
আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না
কবু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা
আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না
কবু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা
আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাসটা যাবে না
কবু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা
আমার কি এখনো
বাজে স্বপ্নের
0 Comments