Ticker

6/recent/ticker-posts

Jao Pakhi Bolo Tare Lyrics By Shishir ft. Masha-Bangla Song Lyrics

 

Jao Pakhi Bolo Tare Lyrics By Shishir ft. Masha
Jao Pakhi Bolo Tare is an amazing song from Monpura which i always loved. I've remade this track just out of passion. It is not done with professional intention and no monetization is intended from this work. 

Singer: Masha 
Music rearrangement & Instruments: Shishir Ahmed
Mixed and Mastered by Shishir Ahmed

Video: 
DOP & Direction: Bakhtiar Hossain

Original credits
Originally sung by Krishnokoli Islam, Chandana Mazumdar 
Original arrangement: Shayan Chowdhury Arnob





Jao Pakhi Bolo Tare Lyrics

সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

বুকের ভেতর নোনা ব্যথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা

বুকের ভেতর নোনা ব্যথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা

মনে বন্ধু বড়ো আশা

মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা

মনে বন্ধু বড়ো আশা

যাও পাখি, যারে উড়ে

তারে কয়ো আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখব তারে

মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

Post a Comment

0 Comments