Ticker

6/recent/ticker-posts

Muhurter Sese Lyrics By Defy | Bangla Song Lyrics

 


Muhurter Sese Lyrics By Defy

Song: Muhurter Sese
Band: Defy 
Album: Obak Obhijan (অবাক অভিযান)
Tune: Rezaie
Lyrics: Rezaie/ Tawfique  
Composition: Defy
Mix & Master: Rafsan

Muhurter Sese Lyrics

দূরবীনে চোখ রেখে প্রাচীরের পরাজয়

দেখে কি শেওলাকে ফুল ভেবে

গল্পের শেষ হয় 

বিধাতাকে অভিযোগে ফেলে

নিয়তিরি চাদরে শরীর মেশে 

ঘৃণার অভিমানে দিন কাটে

বাধার অপমানে সুর ভাঙ্গে

দিনের শেষে কিসেরি ভেসে আজ কি আসে 

জানতে চাওনি যা জানার ছিল আজ নাও জেনে 

মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ 

দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া

মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ 

দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া 


কুয়াশাতে জন্ম যাদের রাত্রি শেষে হয় শিশির

দুরাশারই দৃষ্টিভ্রমে কান্না পায় না যে হাসির 

উদাসীনতার আড়ালে অন্ধ ঘুম আর কত

ক্ষুধার জ্বালায় ধরণীর কোলে

 ঈশ্বর আজ মাথা নত 

ক্ষোভেরই ধোয়াতে মানচিত্র হয় নাকি 


মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ 

দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া

মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ 

দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া 














Post a Comment

0 Comments