Muhurter Sese Lyrics By Defy
Muhurter Sese Lyrics
দূরবীনে চোখ রেখে প্রাচীরের পরাজয়
দেখে কি শেওলাকে ফুল ভেবে
গল্পের শেষ হয়
বিধাতাকে অভিযোগে ফেলে
নিয়তিরি চাদরে শরীর মেশে
ঘৃণার অভিমানে দিন কাটে
বাধার অপমানে সুর ভাঙ্গে
দিনের শেষে কিসেরি ভেসে আজ কি আসে
জানতে চাওনি যা জানার ছিল আজ নাও জেনে
মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ
দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া
মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ
দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া
কুয়াশাতে জন্ম যাদের রাত্রি শেষে হয় শিশির
দুরাশারই দৃষ্টিভ্রমে কান্না পায় না যে হাসির
উদাসীনতার আড়ালে অন্ধ ঘুম আর কত
ক্ষুধার জ্বালায় ধরণীর কোলে
ঈশ্বর আজ মাথা নত
ক্ষোভেরই ধোয়াতে মানচিত্র হয় নাকি
মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ
দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া
মুহূর্তের শেষ এইতো বেঁচে থাকা আনন্দ
দূরত্বের পর এইতো বেঁচে থাকে মায়া
0 Comments