Oboruddho Diner Gaan Lyrics
অবরুদ্ধ দিনের গান
কথাঃ শাওন আকন্দ
নির্মানঃ রাহুল আনন্দ
Oboruddho Diner Gaan Lyrics :
হাত ধরে থাকা যাচ্ছে না আর-
দূরে থাকাটাই ভালো,
দিগন্ত জুড়ে কালো মেঘ উড়ে,
কোথাও নেই তো আলো…
কোথাও তো নেই উপশম,
কোনো প্রতিকার –প্রতিরোধ..
ভেবে দেখো তুমি
এ সব কি তবে প্রকৃতির প্রতিশোধ?
উড়ে চলা পাখি!
দোহাই তোমায়…
উপায় কি বলে যাও -
বিনিময়ে তুমি সবটুকু নিও...
যা কিছু যতটা চাও ।
পাখি বলে শোনো,
চাইনা কিছুই...
দোহাই দোহাই...
চুপচাপ ঘরে থাকো
প্রকৃতির লীলা বোঝা বড় দায় -
ভালোবেসে তারে ডাকো।
বোধ যদি থাকে - শোধ করে দিও
প্রকৃতির যত ঋণ,
পৃথিবী আবার সুন্দর হবে -
ঝলমলে রঙিন…
চুপচাপ ঘরে থাকো,
ভালোবেসে তারে ডাকো…
0 Comments