![]() |
Osshikar Lyrics By Messianic Era |
Osshikar Lyrics By Messianic Era
Lyrics: Samin Yasar
Mix & Master: Syed Arif Al Hoque (Studio Mars)
Osshikar Lyrics
বালির কণা থেকে
মহাবিশ্বের বিশালতায়
তার স্রষ্টার করো কি
তুমি অস্বীকার ?
দৃশ্যমান পৃথিবীপ্রান্তে
নিয়মে বাধা সব আচার
অস্তিত্বই যখন প্রমাণ
তবে তাও অস্বীকার?
আবদ্ধ চিন্তাধারা
বায়বীয় এ বিশ্বাস
টিকে থাকার আকুতিতে
কেন মিথ্যের আভাস?
মুহুর্ত মধ্যকার
অসামান্য গল্পকথা,
দেখেও না দেখো কি
ভেবে সবই বর্তমান
খোল দ্বিধার দ্বার
সকল ইন্দ্রের ওপার
বিস্ময়ের গ্রাসে
হয় তাঁরই প্রকাশ
আলোর শত সত্তায়
ঘিরে থাকা যেন
এক সত্য
দৃষ্টির অগোচরে
সর্ব থেকে অবস্থান
সপ্ত স্বর্গ
যত সৃষ্টি-ক্ষয়
বিশ্বের আশ্রয়ে
গুঞ্জনে
গেয়ে ওঠে
স্বীকারোক্তি তাঁর হয়
নিয়মের শৃঙ্খলে
শৃঙ্খলে
আলোর শত সত্তায়
ঘিরে থাকা যেন
এক সত্য।
দৃষ্টির অগোচরে
সর্ব থেকে অবস্থান
সপ্ত স্বর্গ।
0 Comments