Oprakritik Lyrics By Naive
Lyrics: K.M Ashiq
Audio Mix & Master: Syed Arif Al Hoque
Video: Raiyan Momen
Oprakritik Lyrics :
হয়তো হেঁটেছিলাম দু'জন একই পথে
হয়তো ছিলো বসবাস ভিন্ন গ্রহে
হয়তো সবই আজ বিলিন হয়ে আর
পুড়ে যাওয়া কাগজে…
তোমার কুমির কান্না, ঐ মিথ্যে ছলনা
তোমার লালসার রঙে মাতিনা
তোমার করুনা আমায় ছোঁয় না
আমায় ছোঁয় না….
চলেছি আজ আপন পথে নিরাকৃত আমার ভুবনে
মুক্ত আজ ভ্রমের মায়া থেকে মুছে ফেলে…
আলো দেখিয়েছিলে তুমি আমায়
বেঁধেছিলে তাসের ঘর
প্রশ্নগুলো ছিলো আমার তোমার কাছে
তুমি ছিলে নিরুত্তর…
তোমার কুমির কান্না, ঐ মিথ্যে ছলনা
তোমার লালসার রঙে মাতিনা
তোমার করুনা আমায় ছোঁয় না
আমায় ছোঁয় না…
চলেছি আজ আপন পথে নিরাকৃত আমার ভুবনে
মুক্ত আজ ভ্রমের মায়া থেকে মুছে ফেলে…
0 Comments