Song : Ora
Lyrics: A Pome By Shakti Chhattopaddhay
Vocal: Tanzir Tuhin
Ora Lyrics
হারায় ওরা হারায় ওরা এমনি ক'রে হারায়
মেঘের থেকে রোদ বুঝিবা এমনি ক'রে ছাড়ায়
হারায় ওরা হারায় ওরা এমনি ক'রে হারায়
মেঘের থেকে রোদ বুঝিবা এমনি ক'রে ছাড়ায়
ওরা জানে অনেক, অনেক
পথ চলতে দাঁড়ায় ক্ষণেক
গলির মুখে গিরাফ ওরা
মানুষ খোঁজে পাড়ায় ।
কোথায় যেন যাবার কথা আজকে ছিলো ভোরে
কিয়ৎ দাবি-দাওয়ার কলস ছিলোই তো কোমরে
কোথায় যেন যাবার কথা আজকে ছিলো ভোরে
কিয়ৎ দাবি-দাওয়ার কলস ছিলোই তো কোমরে
এবং মুঠি রক্তঝুটির হাতগুলো সব নাড়ায়
হারায় ওরা হারায় ওরা এমনি ক'রে হারায়
বাধা যে দেয় তাকে এবং সম্মুখে পা বাড়ায় ।।
হারায় ওরা হারায় ওরা এমনি ক'রে হারায়
মেঘের থেকে রোদ বুঝিবা এমনি ক'রে ছাড়ায়
ওরা জানে অনেক, অনেক
পথ চলতে দাঁড়ায় ক্ষণেক
গলির মুখে গিরাফ ওরা
মানুষ খোঁজে পাড়ায় ।
0 Comments