Shonar Bangla Circus - Perfumer Fele Deya Botol Lyrics
- The Band -
Probar Ripon: Lyrics, Tune, Vocals, Acoustic guitar
Seth Panduranga Blumberg: Electric guitar
Shakil Haque: Bass
Saad Chowdhury: All keys
Dewan Anamul Hasan Raju: Drums
Perfumer Fele Deya Botol Lyrics:
কোন সুদূরের বন্দর থেকে
তোমার ঘ্রাণ ভেসে আসে
গরাদের ভেতর আমি হাসফাস করি
বিরাট পাখির ডানার নিচে থেকে
চাপা পড়া আমাকে উদ্ধার করি
আমি বারবার মরি বারবার লড়ি
মৃত্যুর কাছে যাবার দূরত্বের সাথে
পারফিউমের ফেলে দেয়া বোতলে
নতুন পৃথিবীর গন্ধ ডাকছে তোমাকে
তুমি যাচ্ছো চলে এই বন্দর ছেড়ে
কোন সুদূরের দ্বীপের দিকে
কামুক পোতাশ্রয় তোমাকে দেবে আশ্রয়
অন্ধ বাতিঘর বিষন্ন সৈকত
পারফিউমের ফেলে দেয়া বোতলে
নতুন পৃথিবীর গন্ধ ডাকছে তোমাকে
Ellie Goulding - Love Me Like You Do Lyrics
Recorded live at The Junction, Dhaka
Audio Recording: Seth Panduranga Blumberg
Audio Mix & Master: Dewan Anamul Hasan Raju
Lyrics Translation/Interpretation: Naila Azad
Video Director: Tanha Zafreen
Cinematographer: Khairul Shiplu
Editor: HS Mithun
0 Comments