Kaak Lyrics By Angsho
Lyrics and Tune: Dhrubo Tanmoy
Recording Studio: Akash Dream Music
Mixing and Mastering: Ashique Mahmud
Album Art and Logo: Abisheak Shill
Motion Graphics: Abisheak Shill
To all those who suffered inside, witnessed their dreams burning into ashes, walked millions of miles on the wrong dark road but didn't lose hope, and finally came back to light one day and embraced life with a smile.
Kaak Lyrics:
এমনই যদি হতেই হবে তবে ফিটাসেই মেরে ফেলতে,
তারপর নোনা চোখে শ'খানেক মোমবাতি জ্বালতে।
আমি তো সেই মরে গেছি কোনো কৈশোরের বিকেলে
যখন আমার ভেঙ্গে ছিল গিটার তোমার মেকি ছলে।
তারপর থেকে বদলে গেছি, আঁধারেই পৃথিবী খুঁজেছি
নোংরা যত তিক্ত সত্য আমি, চেচিয়ে চেচিয়ে গাইতে শিখেছি।
অনিয়মের শরীর আমার মুখভরা দাড়ি-গোঁফ, লম্বা লম্বা চুল,
দিনভর ঘরে দরজা বন্ধ, ধোয়া গন্ধ আর দেয়ালজোড়া ভুল।
ভুলে যাও তুমি শৈশবের সব সহজ সরল ছড়া,
ভুলে গেছি আমি সবটুকু, মনে নেই "আমপাতা জোড়া জোড়া"।
দুধমাখা ভাত সবটুকু কাক পেটপুরে খেয়ে দূরে উড়ে যাক!
0 Comments