Shunnotar Gaan Lyrics | Shunnotar Gaan - Shishir ft. Istiaque
Shunnotar Gaan Lyrics :
তুমি হারিয়ে গেছো আলোর সাগরে
ফেলে আঁধারে আমায় তুমি চার দেয়ালের মাঝে
বিষন্ন কাল নীড়ে জীর্ণশীর্ণ মনে
হারিয়ে আমি আমায় ফেলে আধো ক্লান্ত পথে
অজস্র কালো মেঘের ভিড়ে
ক্ষণিকের আলোর আশায়
আমার ঘরের অন্ধকারের
নীল আকাশের ছবি
আমার নির্ঘুম দুচোখ দিয়ে
স্থির চেয়ে থাকি
আ.মার আঁধারে
গাইব তোমায় নিয়ে বিষন্নতার সুরে
তো.মায় নিয়ে আঁকা আমার সব ছবি
নির্বাক পৃথিবী
সব কষ্টরা ভিজে মেঘের আড়ালে
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে আমার মনের ঘরে
শত যন্ত্রণার মাঝে আমার লিখা চিঠি
শুকনোপাতা হয়ে ঝড়ে পড়ে ধরণীর বুকে
আমার ঘরের অন্ধকারের
নীল আকাশের ছবি
আমার নির্ঘুম দুচোখ দিয়ে
স্থির চেয়ে থাকি
আ.মার আঁধারে
গাইব তোমায় নিয়ে বিষন্নতার সুরে
তো.মায় নিয়ে আঁকা আমার সব ছবি
নির্বাক পৃথিবী
আমার চার দেয়ালে বিষন্নতার সুরে
গাই শূন্যতার গানে
আমার ঘরের অন্ধকারের
নীল আকাশের ছবি
আমার নির্ঘুম দুচোখ দিয়ে
স্থির চেয়ে থাকি
আ.মার আঁধারে
গাইব তোমায় নিয়ে বিষন্নতার সুরে
তো.মায় নিয়ে আঁকা আমার সব ছবি
নির্বাক পৃথিবী
আ.মার আঁধারে
গাইব তোমায় নিয়ে বিষন্নতার সুরে
তো.মায় নিয়ে আঁকা আমার সব ছবি
নির্বাক পৃথিবী
0 Comments