Ticker

6/recent/ticker-posts

Tomar Chokhe Lyrics By Meherin Bashar & Swapnil | Bangla Song Lyrics

Tomar Chokhe Lyrics By Meherin Bashar & Swapnil

Song - Tomar Chokhe (তোমার চোখে)

Singers - Meherin Bashar & Swapnil Chowdhury

Lyricist - Swapnil , Sayem , Biraj

Composer - Swapnil , Sayem , Biraj

Music arrangement, Mix & Master - SK Annoo

Guiters - Sayem Ahmed & Swapnil

Vocals recorded At Fawk Series Music's Studio

Tomar Chokhe Lyrics :

তোমার চোখে

জমে থাকা মেঘ গুলো

আজ আমাকে ছুঁলো 


তোমার মুখে

রাতভরে সোনা সে গল্প 

আজ আমাকে ছুঁলো


তোমার চোখে

জমে থাকা মেঘ গুলো

আজ আমাকে ছুঁলো 


রংধনুর রঙে রঙে আমায় রাঙিয়ে দিও 

হঠাৎ আসা বৃষ্টি হয় আমায় ভিজিয়ে নিও 


ঠোঁটে ঠোঁটে ঠোঁট রেখে

হৃদয় ঘরে রোদ হয়ে

ফেলে আসা দিন গুলোতে

ভালোবেসে নিও 

ঠোঁটে ঠোঁটে ঠোঁট রেখে

হৃদয় ঘরে রোদ হয়ে

ফেলে আসা দিন গুলোতে

ভালোবেসে নিও 


এখন হোক অবেলায় উদাসীন দুপুর 

যেখানে গাইব মনের গহীন কোন সুর

জানালার ওপাশে

বইছে বেদোম হাওয়া 

বলে যাচ্ছে কানে কানে

তোমার কথা


যদি বলো আমাকে

আধারের আলোতে

মিশে রবো সারাক্ষণ

স্নিগ্ধতার মায়ায় 


রংধনুর রঙে রঙে আমায় রাঙিয়ে দিও 

হঠাৎ আসা বৃষ্টি হয় আমায় ভিজিয়ে নিও 

রংধনুর রঙে রঙে আমায় রাঙিয়ে দিও 

হঠাৎ আসা বৃষ্টি হয় আমায় ভিজিয়ে নিও


তোমার চোখে

জমে থাকা মেঘ গুলো

আজ আমাকে ছুঁলো

 El Makinon Lyrics 

Post a Comment

0 Comments