Jibon Jokhon Lyrics :
জীবন যখন কালো মেঘে লুকায়
সবকিছু ভেঙ্গে দুর্ভাগ্যের গল্প শোনায় আমায়
নিঃস্ব আমার যেন চাওয়া পাওয়া নেই
শুধু চোখের জলে বাসবে হৃদয়
কেউ দেখেনি কেউ বুঝেনি জানবেও না আমি একা
বুঝিনা কোন দুর্ভাগ্য মানি না কারো কোন অভিযোগ
ব্যথায় যখন মুক্তি কেউ তো আসনি
আমার কাছে বসনি আমার পাশে
ছুঁয়েও দেখনি আমি কতটা বাস্তব
অজানা বলকা হুলকের মত আমি যখন ছুটে চলতাম
স্বপ্নেরা পিছু নিত বাতাসে ভর করে
অজানা বলকা হুলকের মত আমি যখন ছুটে চলতাম
স্বপ্নেরা পিছু নিত বাতাসে ভর করে
নষ্ট সমাজের ভ্রষ্ট ধারণায় ব্যর্থ আমি
পারি আলো দেখতে
খুঁজে ফিরি জোনাকির-আলো আঁধারে
আমি আধারে
কেউ দেখেনি কেউ বুঝেনি জানবেও না আমি একা
বুঝিনা কোন দুর্ভাগ্য মানি না কারো কোন অভিযোগ
ব্যথায় যখন মুক্তি কেউ তো আসনি
আমার কাছে বসনি আমার পাশে
ছুঁয়েও দেখনি আমি কতটা বাস্তব
জীবন যখন কালো মেঘে লুকায়
সবকিছু ভেঙ্গে দুর্ভাগ্যের গল্প শোনায় আমায়
নিঃস্ব আমার যেন চাওয়া পাওয়া নেই
শুধু চোখের জলে বাসবে হৃদয়
কেউ দেখেনি কেউ বুঝেনি জানবেও না আমি একা
বুঝিনা কোন দুর্ভাগ্য মানি না কারো কোন অভিযোগ
ব্যথায় যখন মুক্তি কেউ তো আসনি
আমার কাছে বসনি কেউ আমার পাশে
ছুঁয়েও দেখনি আমি কতটা বাস্তব
0 Comments