Boyosh Holo Amar Lyrics By Bassbaba Sumon 2021 - Aurthohin Song Lyrics
Boyosh Holo Aamar Lyrics Audio:
Boyosh Holo Amar Song written & tuned by Bassbaba Sumon
Music produced by Mahaan Fahim
Guitar by Mahaan Fahim
Whistle by Ahnaf Salehin
Bass by Bassbaba Sumon
Drums by Mark Don
Mixed & Mastered by Mark Don
Boyosh Holo Amar Lyrics :
অনেকগুলো বছর পরে
ঘরের ছাদকে আকাশ ভেবে
রং চটা ঐ সুর্য দেখে
বয়স হলো আমার
বয়স হলো আমার
মাঝ রাত্তিরে চাঁদের সাথে
আকাশকুসুম চিন্তা ঘিরে
তেপান্তরে যাব ভেবে
বয়স হলো আমার
বয়স হলো আমার
অনেকগুলো বছর পরে
ঘরের ছাদকে আকাশ ভেবে
রং চটা ঐ সুর্য দেখে
বয়স হলো আমার
বয়স হলো আমার
মাঝ রাত্তিরে চাঁদের সাথে
আকাশকুসুম চিন্তা ঘিরে
তেপান্তরে যাব ভেবে
বয়স হলো আমার
বয়স হলো আমার
হঠাৎ দেখি এই জীবনটা যে
নতুন গানে মুচকি হাসে মুচকি হাসে
মুচকি হাসে মুচকি হাসে
অনেক দিনের অন্ধকারে
স্বপ্নগুলো হাতরে ফিরে
জোছনায় পথ দেখবো বলে
বয়স হলো আমার
বয়স হলো আমার
অন্ধকারের পাগলামিতে
নিথর হয়ে পড়ে থেকে
হঠাৎ আলোর ঝলকানিতে
বয়স হলো আমার
বয়স হলো আমার
হঠাৎ দেখি এই জীবনটা যে
নতুন গানে মুচকি হাসে মুচকি হাসে
মুচকি হাসে মুচকি হাসে
Listen to the video song Boyosh Holo Amar By Bass Baba Sumon
Boyosh Holo Aamar Lyrics Video:Video concept by Bassbaba Sumon
Edited by Zahed
Color by Bassbaba Sumon
Cinematography by Bakhtiar Hossain
Produced by BB TV
Directed by Bassbaba Sumon
Boyosh Holo Amar Lyrics English :
Onekgulo Bochor pore
Ghorer Chadke Akash Vebe
Rong Chota oi surjo dekhe
Boyosh Holo amar
Bosoyh Holo Amar
Maj Rattire Chader Sathe
Akash Khusum Cinta ghire
Tepantore Jabo Vebe
Boyosh Holo amar
Bosoyh Holo Amar
Onekgulo Bochor pore
Ghorer Chadke Akash Vebe
Rong Chota oi surjo dekhe
Boyosh Holo amar
Bosoyh Holo Amar
Maj Rattire Chader Sathe
Akash Khusum Cinta ghire
Tepantore Jabo Vebe
Boyosh Holo amar
Bosoyh Holo Amar
Hothat deki ei jibonta je
Notun Gane Muchki hase Muchki hase
Muchki hase Muchki hase
Onek diner ondhokare
Sopno gulo Hatre fire
Juchonay Poth dekbo bole
Boyosh Holo amar
Bosoyh Holo Amar
Ondhokarer Paglamite
Nithor hoye pore teke
Hothat alor jolkanite
Boyosh Holo amar
Bosoyh Holo Amar
Hothat deki ei jibonta je
Notun Gane Muchki hase Muchki hase
Muchki hase Muchki hase
'বয়স হলো আমার - Boyosh Holo Amar' গানটা নিয়ে কিছু কথা। এ গানটি তে কোনো বেইস সোলো নেই, কোনো ভয়ংকর লিড নেই, ড্রামস এর কোনো ক্যারিকেচার নেই! মহানের খুব সুন্দর বাজানো অ্যাকোস্টিক গীটারের উপর খুব সাদামাটা ভাবে আমার গাওয়া লিরিক নির্ভর একটি গান এটি। এটি আমার ধীরে ধীরে বয়স বেড়ে যাবার গান, এটি আমার গত ২ বছরের প্রায় পঙ্গু হয়ে বিছানায় পরে থাকার গান, এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান, এটি আমার রাতের পর রাত প্রচণ্ড ব্যাথায় চিৎকার করার গান, পরিশেষে... এটি আমার সব বাঁধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান।
"হঠাত দেখি, এ জীবনটা যে, নতুন গানে, মুচকি হাসে... মুচকি হাসে"
অসুস্থতার কারণে দীর্ঘদিন সংগীত থেকে দূরে ছিছিেন বেজবাবা সুমন।সর্বশেষ নতুন গান কবে মুক্তি পেয়েছিলো ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চললো। আজ রাত দশটায় শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি দেওয়া হবে।
সুমনের নতুন গানের শিরোনাম ‘বয়স হলো আমার - Boyosh Holo Amar’। গানটি নিয়ে মুক্তির আগে সামজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বার্তা দিয়েছেনে বেজবাবা নিজের ফেসবুক অ্যাকাউন্টে গানটি তৈরির পেছনের গল্প এবং দীর্ঘ কয়েক বছর পরে গানে ফেরার মুহূর্তও তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন বেজবাবা।
ে বেজ বাবা সুমন গ দিন দিন রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বয়স হলো আমার - Boyosh Holo Amar’ গানটা নিয়ে কিছু কথা। এ গানটিতে কোনো বেইস সোলো নেই, কোনো ভয়ঙ্কর লিড নেই, ড্রামসের কোনো ক্যারিকেচার নেই! প্রচণ্ড ব্যাথায় চিৎকার করার গান, পরিশেষে ... এটি আমার সব বাধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান। হঠাত দেখি, এ জীবনটা নতুন গানে, মুচকি হাসে সুমন।
0 Comments