Ticker

6/recent/ticker-posts

Ami Bodley Jabo Lyrics By Ashes

 Ami Bodley Jabo Lyrics By Ashes ( আমি বদলে যাবো ) 

Ami Bodley Jabo Lyrics By Ashes  Ami Bodley Jabo Song, Ami Bodley Jabo Lyrics, ami bodle jabo Lyrics, ami bodle jabo song Lyrics, ami bodley jabo Lyrics ashes, ami bodle jabo Lyrics ashes, ami bodle jabo song mp3 download
Ami Bodley Jabo Lyrics By Ashes 




Song : Ami Bodley Jabo
Band : Ashes
Album : Antosharshunno
Lyrics and Tune By Zunayed Evan

Ami Bodley Jabo Lyrics By Ashes 


ফেলে আসা মানুষ ফেলে আসা ছাতা দোকানে
জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া
একটা পোর খাউয়া মন হিসেবের খাতায় শুন্য
যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে
কতো কি স্বপ্নে বিভোর
যদি এটা হতো তবে সেটা হবে ভেবে
কতো কি স্বপ্নে বিভোর
যদি এটা হতো তবে সেটা হবে ভেবে
কতো কি স্বপ্নে বিভোর
যদি এটা হতো তবে সেটা হবে ভেবে
কতো কি স্বপ্নে বিভোর

আমি লাটিম ঘুরানোর বয়সে
ঘুরিয়েছি আমায়
আমি ঘুড়ী উড়ানোর বয়সে
উড়িয়েছি আমায়

আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে।

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে
 
বলছে সবায় তোমাকে দিয়ে কিছু হবেনা
পারবেনা তুমি কোনদিন আর দাড়াতে
নিজের পায়ে…

আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে

আজ হবে আগামিকাল
কাল হবে পরশু
শুধু থাকে চাপে
ভালোলাগা ভালোবাসা চিরকাল

আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে
 
আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে 
Ami Bodley Jabo Lyrics By Ashes  Ami Bodley Jabo Song, Ami Bodley Jabo Lyrics, ami bodle jabo Lyrics, ami bodle jabo song Lyrics, ami bodley jabo Lyrics ashes, ami bodle jabo Lyrics ashes, ami bodle jabo song mp3 download
ami Bodley Jabo Lyrics By Ashes


Ami Bodley Jabo Song Lyrics By Ashes (English version)


People left behind umbrella shops
All bankrupt to pay the price of life
A pore-eating mind is zero in the account book
The regret of not getting what was not

If it were, I thought it would be
Bivore in a dream
If it were, I thought it would be
Bivore in a dream
If it were, I thought it would be
Bivore in a dream
If it were, I thought it would be
Bivore in a dream

I'm old enough to turn a blind eye
Turned me on
I'm old enough to fly a kite
I was blown away

I will change
From me
I will change
From today onwards.

The cost of daily necessities has increased
Happiness levels have decreased due to high blood pressure
The cost of daily necessities has increased
Happiness levels have decreased due to high blood pressure
 
Everyone says nothing will happen to you
You will never be able to stand again
On your own feet.

I will change
From me
I will change
From today onwards

Today will be tomorrow
Tomorrow will be the day after tomorrow
Just stay under pressure
Loving love forever

I will change
From me
I will change
From today onwards
 
I will change
From me
I will change
From today onwards 

Ami Bodley Jabo Lyrics Song Review


রক ব্যান্ড অ্যাশেস তাদের নতুন একক ‘আমি বদলে যাবো’ প্রকাশ করেছে। গানটি 11 নভেম্বর ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে।
গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী জুনায়েদ ইভান। এককটি অ্যাশেজের প্রধান গিটারিস্ট সুলতান রাফসান খান মিশ্রিত এবং আয়ত্ত করেছেন।

গানটি সম্পর্কে জুনায়েদ ইভান শেয়ার করেছেন, “পরিবর্তন নিয়ে আমরা কোথায় যেতে চাই? কেন আমরা নিজেদের মধ্যে এত মনস্তাত্ত্বিক সংগ্রামের সম্মুখীন হই? আমরা এই গানটির মাধ্যমে এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, নতুন দিনের আলোয় আমরা বদলে যাব।”
ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয় বলেন, “আমাদের নতুন গানগুলো সবসময়ই আমাদের শ্রোতাদের জন্য উত্তেজনার উৎস। এই গানটিও তার ব্যতিক্রম নয়, এবং এটি প্রকাশের পর এত অল্প সময়ের মধ্যে আপনার বিশাল প্রতিক্রিয়ার জন্য আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।"

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ তাদের গান ও লাইভ কনসার্টের মাধ্যমে নতুন উচ্চতা অর্জন করেছে। তারা গত এক দশক সারা দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পারফর্ম করে কাটিয়েছে, তাদের সমস্ত গানের জন্য ইউটিউবে প্রায় 10 মিলিয়ন ভিউ পেয়েছে।

Post a Comment

0 Comments